(Source: ECI/ABP News/ABP Majha)
India-Pakistan Border: এবার পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের ড্রোন, দু'দিন আগেই পোখরানে বোমা দুর্ঘটনা, কথায় মিটবে কি?
India-Pakistan Conflict: শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এই ঘটনা ঘটেছে।
নয়াদিল্লি: নজরদারি চালাতে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের যুদ্ধকৌশলী ড্রোন। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে সেটি। পাকিস্তানে সেনা ড্রোনটি উদ্ধার করে। বিষয়টি নিয়ে ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্রই ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (DGMO) স্তরের বৈঠক হতে চলেছে বলে খবর মিলেছে। (India-Pakistan Border)
শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, সকাল ৯টা বেজে ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ভারতীয় সেনার তরফে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় রুটিন নজরদারি চলছিল। সেই সময়ই অসাবধানতাবশত পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় সোনার যুদ্ধকৌশলী ড্রোনটি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (India-Pakistan Conflict)
ভারতীয় সেনা সূত্রে খবর, পাক সেনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হতে চলেছে। দুই দেশের সেনার ডিজি-স্তরের বৈঠক হতে পারে। তবে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে। কারণ দু'দিন আগেই ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর ফলে রাজস্থানের জয়সলমের জেলায় পোখরান পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে যুদ্ধবিমানটি থেকে 'এয়ার স্টোর' নির্গত হয়। যেখানে এই ঘটনা ঘটে, সেখানে বায়ুসেনার অস্ত্রশস্ত্র পরীক্ষা এবং মহড়াও চলে।
'এয়ার স্টোরে'র অর্থ যুদ্ধবিমান যে অস্ত্রশস্ত্র, বোমা এবং সামরিক সরঞ্জাম বহন করে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার পোখরানে এই ঘটনা ঘটে। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তীব্র শব্দ শোনা যায়। গ্রামবাসীদের অনেকেই ছুটে যান ঘটনাস্থলে। কিছু টুকরোও পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বায়ুসেনার তরফে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের জেরে এই ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কী সমস্যা হয়, তা খোলসা করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর। পোখরান থেকে পাকিস্তান সীমান্তের দূরত্ব ২৩০ কিলোমিটার।
এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পোখরানে যখন দুর্ঘটনাটি ঘটে, সেই সময় অব্যর্থ লক্ষ্যে বোমা ফেলার মহড়া চলছিল। যুদ্ধবিমান থেকে নির্গত হয়ে একটি ফাঁকা জায়গায় বোমাটি পড়ে। এর ফলে, তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং পাক সীমান্তের কাছাকাছি ওই এলাকায় একটি বড় গর্তও তৈরি হয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি যদিও হয়নি। তবে পর পর এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ।
এর আগে, ২০২২ সালেও এমন ঘটনা ঘটে। ভারত থেকে দুর্ঘটনাবশত একটি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রটিতে নিরস্ত্র ছিল। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়াঁ চান্নু এলাকায় গিয়ে সেটি পড়ে। মাটিতে বড় গর্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘরও। সেবারও যান্ত্রিক গোলযোগের কথা জানায় ভারত। কাজে গাফিলতির জন্য এক উইং কম্যান্ডার-সহ তিন বায়ুসেনা আধিকারিককে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় ক্ষতি হয় ২৫ কোটি টাকার।