Covid-19 Jabs to Toddlers: বিশ্বে প্রথম, ২ বছরের শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করল এই দেশ
সম্প্রতি সোমবার থেকে ফের টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে স্কুল খোলা হয়েছে কমিউনিস্ট কিউবাতে। দেশে শিশুদের জন্য 'অবদালা' ও 'সবেরানা' ভ্যাকসিনের ট্রায়াল আগেই শুরু করেছিল সরকার।
![Covid-19 Jabs to Toddlers: বিশ্বে প্রথম, ২ বছরের শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করল এই দেশ This country becomes first in the world to start giving Covid-19 jabs to toddlers Covid-19 Jabs to Toddlers: বিশ্বে প্রথম, ২ বছরের শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করল এই দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/2586a3d5f4793183cc28fce0d827842f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ২ বছরের শিশুদের কোভিড ভ্যাকিসন দেওয়া শুরু করল কিউবা।দেশে তৈরি এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে নির্দিষ্ট বয়সের শিশুদের। বিশ্বে প্রথম এত কম বয়সীদেরও টিকাকরণ শুরু করেছে এই দেশ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO)-এর অনুমোদন পায়নি কিউবার এই টিকা। যদিও তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে দেশে তৈরি টিকাকরণ প্রক্রিয়া শুরু করেছে সরকার। ১কোটি ৩০ লক্ষের এই দেশে স্কুল খোলার আগেই শিশুদের টিকাকরণ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিডের কারণে ২০২০ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
সম্প্রতি সোমবার থেকে ফের টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে স্কুল খোলা হয়েছে কমিউনিস্ট কিউবাতে। দেশের অনেক জায়গায় ইন্টারনেটের সুবিধা না থাকায় টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে নেওয়া হবে ক্লাস।দেশে শিশুদের জন্য 'অবদালা' ও 'সবেরানা' ভ্যাকসিনের ট্রায়াল আগেই শুরু করেছিল সরকার। গত শুক্রবার থেকে শুরু হয় ধাপে ধাপে টিকাকরণ। প্রথমে ১২ বছরের ঊর্ধ্বের শিশুদের টিকা দেওয়া শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। পরবর্তীকালে সোমবার থেকে ২ বছরের ঊর্ধ্বের শিশুদের টিকা দেওয়া শুরু হয়।
বিশ্বের বেশকিছু দেশ ইতিমধ্যেই ১২ বছরের ঊর্ধ্বের শিশুদের কোভিড টিকা দিতে শুরু করেছে। একেবারে শিশুদের ওপর কোভিড ভ্যাকসিনের নমুনা পরীক্ষা শুরু করে দিয়েছে বেশিরভাগ দেশ। ইতিমধ্যেই শিশুদের কোভিড টিকা দেওয়ার ঘোষণা করেছে চিন, ভেনিজুয়েলা, সংযুক্ত আরব আমিরশাহি। সম্প্রতি (৬-১২) বছরের শিশুদের চিনের সিনোভ্যাক ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে চিলি। যদিও এদের আগেই ২বছরের শিশুদের টিকা দেওয়া শুরু করল কিউবা।
বিশেষজ্ঞরা বলছেন, ল্যাটিন আমেরিকায় প্রথম তৈরি হয়েছে কিউবার এই ভ্যাকসিন। তবে আন্তর্জাতিক গবেষকদের রিভিউ ছাড়াই এই ভ্যাকসিন দেওয়া শুরু করেছে কিউবা। নেওয়া হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর অনুমোদন।''রিকম্বিন্যান্ট প্রোটিন প্রযুক্তি''র মাধ্যমে তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন। একই প্রযুক্তিতে হেঁটেছে আমেরিকার নোভাভ্যাক্স ও ফ্রান্সের স্যানোফি ভ্যাকসিনও। যদিও এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতির অপেক্ষায় রয়েছে এই টিকাগুলি।
আরও পড়ুন : Afghanistan Crisis Update: পর্দা দিয়ে আলাদা করা হল ছাত্র-ছাত্রীদের, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
আরও পড়ুন : Afghanistan Taliban Crisis: মহিলা বিচারকদের বাড়িতে হানা দিচ্ছে তালিবান, ছাড়া পেয়েই সন্ত্রাস শুরু !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)