![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?
UNGA Chief on India Poverty: ফোনের মাধ্যমে দারিদ্র্যমুক্তি! UNGA-কে কী বলা হল?
![India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে? unga chief comments on how india lifted 800 million people out of poverty simply with smartphones India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/a2df46803046f2311fb21fe3468ff1f71722573952197385_original.avif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: স্মার্টফোনের জন্য মুক্তি মিলেছে দারিদ্র থেকে- ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি (UNGA)-এর ৭৮তম অধিবেশনের সভাপতির মুখে শোনা গেল এমনই বার্তা। ডিজিটালাইজেশন উপর জোর দিয়ে ভারতের কাজের তুমুল প্রশংসাও শোনা গেল ডেনিস ফ্রান্সিসের মুখে। তিনি জানালেন, ভারতে ডিজিটালাইজেশন নিয়ে যেভাবে কাজ হচ্ছে তাতে গত ৫-৬ বছরে ভারতে ৮০০ মিলিয়ন নাগরিক দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। ভারতের গ্রামীণ এলাকায় শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে, পাওনাগণ্ডাও ডিজিটাল মাধ্যমে বুঝে নেওয়া যায়- এই ঘটনার কথাই উঠে এসেছে তাঁর মুখে।
ANI প্রতিবেদন সূত্রের খবর, তিনি ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত হারে উন্নতির কথা বলতে গিয়ে তুলে আনেন ভারতের প্রসঙ্গ। উদাহরণ দিতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'ভারতের ক্ষেত্র এখানে বলা যায়, গত ৫-৬ বছরে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারের মধ্য দিয়ে ভারতে ৮০০ মিলিয়ন মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে।'
UN-এ Food and Agriculture Organisation-এর একটি সভায় 'বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য শূন্য ক্ষুধা' শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান ডেনিস ফ্রান্সিস।
কী বলেছেন তিনি?
ডেনিসের মতে, ভারতে Internet সহজলভ্য (high internet penetration), সেই কারণেই এমন লাভ পেয়েছে ভারত- যা global South-এর অনেক দেশ পায়নি। ANI প্রতিবেদন সূত্রের খবর, ডেনিস বলেন, 'ভারতের গ্রামীণ ক্ষেত্রের কৃষকরা, যাঁদের ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে কোনওরকম যোগাযোগ কখনও ছিল না, তাঁরা এখন যাবতীয় লেনদেন স্মার্টফোনে করছে। নিজেদের খরচ দিচ্ছে আবার নিজের অর্ডারও ওই স্মার্টফোনের মাধ্যমেই পাচ্ছে। ভারতে ইন্টারনেট সহজলভ্য। প্রায় সবার কাছেই মোবাইল ফোন রয়েছে।' কিন্তু এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অধিকাংশ এলাকাতেই নেই- বিশেষ করে Global South-এর- এমনটাই মত ডেনিসের।
নরেন্দ্র মোদি সরকারে আসার পর থেকেই টানা জোর দিয়েছেন ডিজিটালাইজেশনের উপরে। গত ১ দশক ধরে কেন্দ্রীয় সরকারের অন্যতম ফোকাস এর উপরে রয়েছে। দেশে ইদানিং ডিজিটাল পেমেন্টও অনেকটাই বেড়েছে- UPI পেমেন্টের জোয়ার এসেছে।
JAM-প্রকল্প অর্থাৎ জন ধন, আধার ও মোবাইল- এর মাধ্যমে দেশের বাসিন্দাদের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট তৈরি, প্রতিটি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা- এর ফলেও বেড়েছে ডিজিটালাইজেশন। এছাড়াও আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১৮০০০ কর্মী ছাঁটাই করবে Intel, ক্ষতি সামাল দিতে কোপ চাকরিতে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)