এক্সপ্লোর
NPS Rule: একের বেশি NPS অ্যাকাউন্ট খোলা যায় ?
NPS Account: ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনও নাগরিক চাইলে NPS অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে একজনের নামে একের বেশি ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় না PFRDA সংস্থা।

ছবি- গেটি
1/10

অবসরের কথা চিন্তা করে অনেকেই ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করে থাকেন। নিরাপদ বিনিয়োগ হিসেবে এটি খুবই জনপ্রিয়। ছবি- পিটিআই
2/10

এনপিএসের মাধ্যমে ইকুইটিতেও বিনিয়োগের সুবিধে মেলে, ফলে অন্যান্য নিশ্চিত বিনিয়োগের মাধ্যমের থেকে এনপিএসে বেশি রিটার্ন মেলে। ছবি- ফ্রিপিক
3/10

অবসরের পরে এককালীন কিছু টাকা এবং মাসিক পেনশন পাওয়ার জন্য NPS খুবই উপযোগী। এতে আবার করও বাঁচে। ছবি- ফ্রিপিক
4/10

স্টক, কর্পোরেট ডেট, গভর্নমেন্ট বন্ড এবং অন্যান্য মাধ্যমেও বিনিয়োগ করা যায় এনপিএসের মাধ্যমে। PFRDA এই এনপিএসের লেনদেন নিয়ন্ত্রণ করে। ছবি- ফ্রিপিক
5/10

১৮ থেকে ৭০ বছর বয়স এমন যে কোনও ভারতীয় নাগরিক এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারেন। ছবি- পিটিআই
6/10

তবে একজনের নামে একের বেশি ন্যাশনাল পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় না PFRDA সংস্থা। ছবি- পিটিআই
7/10

অবসরকালীন ফান্ড তৈরির পরিকল্পনা করে থাকলে এবং পেনশন পাওয়ার জন্য কেউ চাইলে NPS ছাড়াও অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। ছবি- ফ্রিপিক
8/10

এর মাধ্যমে প্রতি বছর কিছু টাকা জমিয়ে তাঁর ভিত্তিতে অবসরের পর মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পেনশন হিসেবে পাওয়া যাবে। ছবি- পিটিআই
9/10

অটল পেনশন যোজনায় ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যে কোনও ভারতীয় নাগরিক। ছবি- পিটিআই
10/10

এই যোজনায় ৬০ বছর পেরিয়ে গেলে কোনও নাগরিক মাসে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। ছবি- ফ্রিপিক
Published at : 04 Jul 2024 11:54 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
