এক্সপ্লোর
Stock Market: বাজেটের দিনে দাম বেড়েছে ৫ শতাংশ, নজরে আছে এই শেয়ার ?
ITC Share Price: গতকালের বাজারে ৯০ শতাংশ উইন পজিশনে ছিল ITC সংস্থার স্টক। দামও বেড়েছিল গতকাল এক লাফে ৫ শতাংশ। গত দু-দিন মিলিয়ে এই স্টকের দাম বেড়েছে ১০ শতাংশ।
আইটিসির শেয়ারে নজর আজ
1/10

গতকাল ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। আর তার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ছবি- ফ্রিপিক
2/10

এদিন বাজার মাঝে ১১০৯ পয়েন্ট পড়লেও পরে খানিক রিকভারি করে সামান্য পতন নিয়েই বন্ধ হয়। তবে দাম বেড়েছে বেশ কিছু স্টকের। ছবি- ফ্রিপিক
3/10

গতকালের বাজারে ৯০ শতাংশ উইন পজিশনে ছিল ITC সংস্থার স্টক। দামও বেড়েছিল গতকাল এক লাফে ৫ শতাংশ। ছবি- ফ্রিপিক
4/10

শুধু তাই নয়, পরপর দু-দিন মিলিয়ে ১০ শতাংশ লাফ দিয়েছে এই ITC-র শেয়ার। কেন এত দাম বাড়ছে ? ছবি- ফ্রিপিক
5/10

সোমবার ৬.৫ শতাংশ দাম বেড়েছে, গতকাল প্রথমবার ৫০০ টাকার সীমা ছাড়িয়ে গিয়েছে এই স্টক। এখন ট্রেড করছে ৪৯৪.১৫ টাকায়। ছবি- ফ্রিপিক
6/10

তামাক ও তামাকজাত পণ্যের উপর কোনও অতিরিক্ত কর আরোপ না করায় রেহাই পেয়েছে এই সংস্থা, তাই দাম বাড়ছে। ছবি- ফ্রিপিক
7/10

জেফারিজ ব্রোকারেজ সংস্থা এই স্টকের দামে ৪৩৫ টাকা থেকে ৫৮৫ টাকা পর্যন্ত টার্গেট প্রাইস নির্ধারণ করেছে। ছবি- ফ্রিপিক
8/10

মর্গ্যান স্ট্যানলি বলছে ITC-র শেয়ারের দাম ৫০৬ টাকা পর্যন্ত বাড়তে পারে। ফলে এই স্টকে নজর রাখতে হবে। ছবি- ফ্রিপিক
9/10

গত এক মাসেই এই স্টকে বিনিয়োগকারীরা ১৮.৬৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। তবে গত এক বছরের রিটার্ন ভাল আসেনি এই স্টকে। ছবি- ফ্রিপিক
10/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 24 Jul 2024 12:16 PM (IST)
View More
Advertisement
Advertisement






















