এক্সপ্লোর
India Book Of Records: ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ১০ বছরেই, কেন? কী কৃতিত্ব হিলি-র স্কুলপড়ুয়ার?
South Dinajpur: ১০ বছরের স্কুলপড়ুয়া ইমন মন্ডলের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। কেন? কী কৃতিত্ব তার?
![South Dinajpur: ১০ বছরের স্কুলপড়ুয়া ইমন মন্ডলের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। কেন? কী কৃতিত্ব তার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/fe80943bf66e8b31bb096531b4d6c4d71707637385016482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ১০ বছরেই, কেন? কী কৃতিত্ব হিলি-র স্কুলপড়ুয়ার?
1/8
![বয়স তার মাত্র ১০ বছর, এর মধ্যেই নাম উঠে গিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। ইমন মন্ডলকে নিয়ে তাই গর্বের শেষ নেই গোটা হিলি-র মানুষের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/30e62fddc14c05988b44e7c02788e18798396.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বয়স তার মাত্র ১০ বছর, এর মধ্যেই নাম উঠে গিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। ইমন মন্ডলকে নিয়ে তাই গর্বের শেষ নেই গোটা হিলি-র মানুষের।
2/8
![কী এমন করল পঞ্চম শ্রেণির পড়ুয়া? শুনলে তাক লেগে যাবে।১০ বছর বয়সি ইমনের স্মৃতিতে এর মধ্যেই গেঁথে গিয়েছে ইসলাম ধর্মগ্রন্থের ২টি বড় সুরা। শুধু তাই নয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/18e2999891374a475d0687ca9f989d83deb36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কী এমন করল পঞ্চম শ্রেণির পড়ুয়া? শুনলে তাক লেগে যাবে।১০ বছর বয়সি ইমনের স্মৃতিতে এর মধ্যেই গেঁথে গিয়েছে ইসলাম ধর্মগ্রন্থের ২টি বড় সুরা। শুধু তাই নয়।
3/8
![অনায়াসে পৃথিবীর বিভিন্ন দেশের নাম ও রাজধানীর নাম একনাগাড়ে বলে যেতে পারে সে। এমনকি পৃথিবীর ১০টি বড় স্ট্যাচুর বিবরণ-সহ নানা ধরনের আবিষ্কারের খুঁটিনাটিও স্কুলপড়ুয়ার নখদর্পনে রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/d0096ec6c83575373e3a21d129ff8fefc6b3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনায়াসে পৃথিবীর বিভিন্ন দেশের নাম ও রাজধানীর নাম একনাগাড়ে বলে যেতে পারে সে। এমনকি পৃথিবীর ১০টি বড় স্ট্যাচুর বিবরণ-সহ নানা ধরনের আবিষ্কারের খুঁটিনাটিও স্কুলপড়ুয়ার নখদর্পনে রয়েছে।
4/8
![ইমনের পরিবার সূত্রের খবর, গত ১১ ডিসেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-র অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। তার পরেই আসে সুখবর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/032b2cc936860b03048302d991c3498f16736.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইমনের পরিবার সূত্রের খবর, গত ১১ ডিসেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-র অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। তার পরেই আসে সুখবর।
5/8
![ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম ওঠার সুবাদে মেডেল ও শংসাপত্র পৌঁছে গিয়েছে দক্ষিণ দিনাজপুরে হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত এলাকার চুকুরপাড় গ্রামে ইমনের বাড়িতে। এত কম বয়সে এমন সাফল্যে স্বাভাবিক ভাবেই অত্যন্ত খুশি তার পরিবার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/fe5df232cafa4c4e0f1a0294418e5660763ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম ওঠার সুবাদে মেডেল ও শংসাপত্র পৌঁছে গিয়েছে দক্ষিণ দিনাজপুরে হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত এলাকার চুকুরপাড় গ্রামে ইমনের বাড়িতে। এত কম বয়সে এমন সাফল্যে স্বাভাবিক ভাবেই অত্যন্ত খুশি তার পরিবার।
6/8
![বিশেষত ইমনের বাবা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ইমরান মন্ডলের আনন্দ যেন ধরে না। পড়ুয়া নিজে জানাল, মোবাইল থেকে বিভিন্ন তথ্য খাতায় লিখে নিয়ে পড়াশুনা করত সে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/8cda81fc7ad906927144235dda5fdf15658a7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশেষত ইমনের বাবা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ইমরান মন্ডলের আনন্দ যেন ধরে না। পড়ুয়া নিজে জানাল, মোবাইল থেকে বিভিন্ন তথ্য খাতায় লিখে নিয়ে পড়াশুনা করত সে।
7/8
![এর আগে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে তাক লাগিয়ে দিয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত বলিশ্বর গ্রামের মাত্র ১ বছর ১০ মাসের আরাধ্যা পণ্ডিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/156005c5baf40ff51a327f1c34f2975bb24a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে তাক লাগিয়ে দিয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত বলিশ্বর গ্রামের মাত্র ১ বছর ১০ মাসের আরাধ্যা পণ্ডিত।
8/8
![এইটুকু বয়সে একাধিক গান, নাচ, আবৃত্তি, পশু-পাখির ডাক, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ-সহ একাধিক বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে আরাধ্যা। পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে সহজে এসব কিছু রপ্ত করতে শিখে যায় সে। বাবা সোমনাথ পণ্ডিত পেশায় শিক্ষক। মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী। আরাধ্যার মা জানান, ছোট্ট আরাধ্যা মাত্র এক বছর বয়স থেকেই ভালভাবে কথা বলতে পারত। সেই শুরু। তাঁদের কাছ থেকে বিভিন্ন কবিতা, গান, শরীরের বিভিন্ন অংশের নাম-সহ একাধিক বিষয়, যা যা তাকে শোনানো হত, তা সহজেই রপ্ত করে নিত আরাধ্যা। সেই তালিকায় নাম এবার হিলি-র ইমন মন্ডলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/799bad5a3b514f096e69bbc4a7896cd9fc4d3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এইটুকু বয়সে একাধিক গান, নাচ, আবৃত্তি, পশু-পাখির ডাক, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ-সহ একাধিক বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে আরাধ্যা। পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে সহজে এসব কিছু রপ্ত করতে শিখে যায় সে। বাবা সোমনাথ পণ্ডিত পেশায় শিক্ষক। মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী। আরাধ্যার মা জানান, ছোট্ট আরাধ্যা মাত্র এক বছর বয়স থেকেই ভালভাবে কথা বলতে পারত। সেই শুরু। তাঁদের কাছ থেকে বিভিন্ন কবিতা, গান, শরীরের বিভিন্ন অংশের নাম-সহ একাধিক বিষয়, যা যা তাকে শোনানো হত, তা সহজেই রপ্ত করে নিত আরাধ্যা। সেই তালিকায় নাম এবার হিলি-র ইমন মন্ডলের।
Published at : 11 Feb 2024 01:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)