এক্সপ্লোর
Advertisement

Kajol Attends Durga Puja: ভোগ পরিবেশন ছেলের, তুতো বোন রানির সঙ্গে খোশগল্প, পুজো নিয়ে আবেগে ভাসলেন কাজল
Bollywood Durga Puja: পরিবারের দুর্গাপুজোই বটে। দীর্ঘদিন পর একছাদের নীচে সকলে। খুড়তুতো বোন কাজল এবং রানি মুখোপাধ্যায়, দুর্গাপুজোয় আবেগে ভাসলেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

একই পরিবারের সদস্য তাঁরা। সম্পর্কে তুতো বোন হলেও, শোনা যেত ক্যাটফাইটের মুখরোচক গল্প। কিন্তু সময়ে সবই ঠিক করে দেয়। কাজল এবং রানি মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একথা খাটে।
2/10

বরাবরের মতো এবছরও জমজমাট ছিল মায়ানগরীর পুজো। বিশেষ করে নর্থ বম্বে সর্বজনীন, যা মুখোপাধ্যায়দের পুজো নামে পরিচিত, সেখানে তারকাদের সমাগম ছিল পুজোর সবদিনই।
3/10

নবমীর দিন সেখানে পাশাপাশি দেখা গেল তুতো বোন কাজল এবং রানিকে। রং মিলিয়ে দু’জনই পরেছিলেন প্যাস্টেল শেডের শাড়ি। সাজগোজে ছিল পুরোদস্তুর সাবেকিয়ানার ছোঁয়া।
4/10

রানিকে দেখে চোখে মুখে হাসি খেলে যায় কাজলের। সোজা জড়িয়ে ধরেন। হাত ধরে দাঁড়িয়ে থাকেন বেশ খানিক ক্ষণ। চলতে থাকে হাসি-ঠাট্টা।
5/10

এবারের পুজোয় কাজল এবং অজয় দেবগণের ছেলে যুগ আগাগোড়া সক্রিয় ছিল। মায়ের কাছ ঘেঁষেই আগাগোড়া ছিল সে, ভোগ পরিবেশন করতেও দেখা যায় যুগকে।
6/10

বাপের বাড়ির পুজোয় এর আগে শাশুড়িকে নিয়ে গিয়েছিলেন কাজল। নবমীর রাতে সেখানে তাঁর সঙ্গী হন অজয়ের ভাগ্নে আমন দেবগণও। তিনিও ভোগ পরিবেশনে হাত লাগান।
7/10

জ্যাকি শ্রফও নবমীর রাতে কাজলদের পুজোয় হাজিরা দেন। কাজল-রানি দু’জনই তাঁর সঙ্গে মেতে ওঠেন। স্বভাবসিদ্ধ ঢংয়ে হাসিঠাট্টা চালিয়ে যান জ্যাকিও।
8/10

পরে নবমীর বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন কাজল। সেখানে নিজের অনুভূতি, আবেগ প্রকাশ করেন। কাজল লেখেন, ‘তৃতীয় দিন, শুভ নবমী। অসাধারণ একটা দিবন গেল। আমার ছেলে ভোগ পরিবেশন করল। বুঝলাম কেন প্রতি বছর এই কাজটিতে মুখিয়ে থাকি আমি। নতুন হলেও আমন দেবগণও পুজোর শক্তি অনুধাবন করতে পারল’।
9/10

কাজল আরও লেখেন, ‘আমি যাঁদের ভালবাসি, তাঁদের অনেকেই উপস্থিত ছিলেন। কত রকম অনুভূতি বলে বোঝাতে পারব না। অনেকের জন্য পুজো শেষ, কিন্তু আমাদের নিজস্ব কিছু রীতি রয়েছে। দুঃখ, আনন্দ, সবমিলিয়ে এবছরের পুজোও সফল হল’।
10/10

প্রতি বছরই পুজোয় শামিল হন কাজল। রানিও বরাবরের মতোই হাসিমুখে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি, জয়া বচ্চন, ক্যাটরিনা কাইফ, রাজকুমার রাও, সোনম কপূর, অনিল কপূররাও হাজিরা দেন পুজোয়।
Published at : 24 Oct 2023 11:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
