এক্সপ্লোর
Indian Celebrities Photos: উর্মিলা মাতোন্ডকর থেকে আমির খান-এই তারকারা শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন

শিশুশিল্পী
1/8

উর্মিলা মাতোন্ডকর-১৯৮৩ তে নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুম’-এ ‘রঙ্গিলা গার্ল’ উর্মিলা শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সিনেমার কাহিনী বেশ হৃদয়স্পর্শী ছিল। উর্মিলার অভিনয়ও বেশ নজর কেড়েছিল। এরপর বড় হয়ে নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন তিনি এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছন।
2/8

আমির খান- ১৯৭০ এ মুক্তিপ্রাপ্ত বারাত সিনেমার কথা অনেকেরই মনে আছে। এই সিনেমায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে দেখা গিয়েছিল শিশুশিল্পীর ভূমিকায়। ১৯৮৮-তে তিনি নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। তারপর বাকিটা আর বলার অপেক্ষা রাখে না।
3/8

সঞ্জয় দত্ত- এই নামটা শুনলে চমকে উঠলেও সঞ্জয় দত্তর নাম কিন্তু এই তালিকায় রয়েছে। তিনি রেশমা অউর শেরা নামে সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন।সিনেমায় তাঁর ভূমিকা বেশ মজাদার ছিল। কাওয়ালি গাইয়ে বালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
4/8

কুণাল খেমু-বর্তমানে সইফ আলি খানের বোনের স্বামী কুণাল। ছোটবেলায় বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। রাজা হিন্দুস্থানি, হম হ্যায় রহি প্যায়ার কে, জখম ও ভাই-এর মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। আজও ইন্ডাস্ট্রিতে সক্রিয় কুণাল। সম্প্রতি তাঁর লুটকেস রিলিজ হয়েছিল এবং তা দর্শকদের পছন্দ হয়েছিল।
5/8

আফতাব শিবদসানি-শ্রীদেবী ও অনিল কপূর অভিনীত মিস্টার ইন্ডিয়া-তে বেশ কয়েকজন শিশুশিল্পী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আফতাবও। ১৯৯৯-এ মস্ত সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেন তিনি।
6/8

হৃতিক রোশন- অনেকেরই মনে হতে পারে, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কহো না প্যায়ার হ্যায় সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে প্রথমবার দেখা গিয়েছিল হৃতিককে। এমনটা কিন্তু নয়। যখন খুবই ছোট ছিলেন, তখন আশা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ওই সিনেমা ১৯৮০-তে মুক্তি পেয়েছিল।
7/8

ববি দেওল-সম্প্রতি আশ্রম ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার দাদা সাহেব ফালকে পুরস্কারজয়ী ববি দেওলও ছোট থেকেই সিনেমায় কাজ শুরু করেন। তিনি তাঁর বাবা তথা বলিউডের অন্যতম সুপারস্টার ধর্মেন্দ্রর ধর্মবীর সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর বড় হয়ে বরসাত সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
8/8

রেখা – অভিনেত্রী রেখাও খুব ছোট থেকেই অভিনয় শুরু করেছিলেন। তবে তা দক্ষিণের সিনেমা। এর অনেকটা সময় পরে সাওন ভাদো সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম সিনেমার পর থেকেই আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। (ছবি সৌজন্যে এবিপি নিউজ)
Published at : 25 Feb 2021 11:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
