এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lata Mangeshkar Death Anniversary: স্মরণে সুরসম্রাজ্ঞী, প্রথম মৃত্যুবার্ষিকীতে লতা মঙ্গেশকরকে সশ্রদ্ধ প্রণাম
Lata Mangeshkar: লতা পেয়েছিলেন ৩ জাতীয় পুরস্কার, ১৫ 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস', ৪ 'ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকা', 'ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রভৃতি।
![Lata Mangeshkar: লতা পেয়েছিলেন ৩ জাতীয় পুরস্কার, ১৫ 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস', ৪ 'ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকা', 'ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রভৃতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/cb180b5c79c706931e6e63296ba8fc2c1675675682245229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/10
![দেখতে দেখতে বছর ঘুরেছে। এক বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/e7313d7f7c1172fa0723abfc9a6b2b7ba1b8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেখতে দেখতে বছর ঘুরেছে। এক বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
2/10
![তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শ্রদ্ধাজ্ঞাপনে। অনুরাগী থেকে শুরু করে তারকারা, সকলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/b6b34954cee062d719bf7296fd04d4749ec65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শ্রদ্ধাজ্ঞাপনে। অনুরাগী থেকে শুরু করে তারকারা, সকলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
3/10
![দীর্ঘ অসুস্থতার পর লড়াইয়ে হার মানেন তিনি। চিকিৎসার ভাষায় 'মাল্টি অরগ্যান ফেলিওর' হয় তাঁর। শোকের ছায়া নামে শিল্প দুনিয়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/c11b0faa942027a6c62f307c3952f1c427369.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ অসুস্থতার পর লড়াইয়ে হার মানেন তিনি। চিকিৎসার ভাষায় 'মাল্টি অরগ্যান ফেলিওর' হয় তাঁর। শোকের ছায়া নামে শিল্প দুনিয়ায়।
4/10
![৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/8885bcffb2eb0e483ac92be91139101f60aae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি।
5/10
![মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/c3155d029e59acac73abd62cff69764282aed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।
6/10
![১৯৮৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। সঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০১ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/28a69b5b9fa8eea8070b80a530f27a8086386.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৮৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। সঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০১ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করে।
7/10
![শুধু দেশেই নয়, ২০০৭ সালে ফ্রান্সও তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার' দিয়ে সম্মানিত করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/654963e254a1a5fbe89ad6adcd24238ecc075.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু দেশেই নয়, ২০০৭ সালে ফ্রান্সও তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার' দিয়ে সম্মানিত করেন।
8/10
![১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ইনদওরে থিয়েটার শিল্পী ও সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর কোল আলো করে জন্ম নেন লতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/07119929e7a17852d36c4090919b12cb4344f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ইনদওরে থিয়েটার শিল্পী ও সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর কোল আলো করে জন্ম নেন লতা।
9/10
![১৯৪২ সালে বাবার মৃত্যুর পর ১৯৪৯ সালে মুম্বই চলে আসেন লতা। এখানে উস্তাদ অমন আলি খানের কাছে 'হিন্দুস্তানি সঙ্গীত'-এর তালিম নেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/cbd42c0df9ec24e460cc7a8d4babb38561a60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৪২ সালে বাবার মৃত্যুর পর ১৯৪৯ সালে মুম্বই চলে আসেন লতা। এখানে উস্তাদ অমন আলি খানের কাছে 'হিন্দুস্তানি সঙ্গীত'-এর তালিম নেন তিনি।
10/10
![মদন মোহন, রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো তাবড় সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সঙ্গে ৭০০টিরও বেশি গান গেয়েছেন তিনি কিন্তু রাহুল দেব বর্মনের হয়ে ১৯৬০ সালে গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয়তা পায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/d91f716b022b7f7c53b1fe7e78f3cf1836051.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মদন মোহন, রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো তাবড় সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সঙ্গে ৭০০টিরও বেশি গান গেয়েছেন তিনি কিন্তু রাহুল দেব বর্মনের হয়ে ১৯৬০ সালে গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয়তা পায়।
Published at : 06 Feb 2023 02:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)