এক্সপ্লোর
New Movie Update: মারণ রোগে আক্রান্ত কাব্যর লড়াইয়ের গল্প বলবে 'শেষ জীবন', গুরুত্বপূর্ণ চরিত্রে জারিনা ওয়াহাব
'Sesh Jibon': মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত এক যুবতীর গল্প বলবে 'শেষ জীবন'। সমস্ত ভাল থাকা, ভাল লাগা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে সে। কিন্তু প্রেম? ভালবাসা কি কোনও বাধা মানে?
নতুন ছবি 'শেষ জীবন'
1/10

বড়পর্দায় এবার এক ক্যান্সার আক্রান্ত মেয়ের গল্প। যার হাতে বেশি সময় নেই।
2/10

এমন অবস্থায় সে জীবনের সমস্ত আশার আলো থেকে নিজেকে সরিয়ে নেবে? ভালবেসেও তার থেকে সরে আসবে?
3/10

এমনই এক গল্প নিয়ে আসছেন পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। প্রদীপ চোপড়ার লেখা গল্প ও প্রযোজনায় তৈরি 'শেষ জীবন'।
4/10

ছবিতে পুনীত রাজ, কাব্য কাশ্যপ, প্রদীপ চোপড়াকে দেখা যাবে বর্ষীয়াণ অভিনেত্রী জারিনা ওয়াহাব ও মুকেশ ঋষিস মুশতাক খান, কিরণ ঝাঝানি, বাদশা মৈত্রের মতো শিল্পীদের সঙ্গে।
5/10

'শেষ জীবন' ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে কাব্য নামের এক যুবতীকে ঘিরে যে প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত। তাঁর জীবনের আর মাত্র ৬ মাস বাকি।
6/10

রাজস্থান থেকে বাবার সঙ্গে সে এসে পৌঁছয় উত্তরবঙ্গের সুন্দর পাহাড়ি এলাকায়। এখানে এসে সে প্রেমে পড়ে কুলদীপ নামে এক যুবকের।
7/10

কিন্তু প্রেম ভালবাসা থেকে নিজেকে দ্রুত সরিয়ে নেয় কাব্য। কারণ ক্যান্সার তাঁর শরীরে বাসা বেঁধেছে। কোনও আনন্দের মোহে নিজেকে বাঁধতে চান না।
8/10

এই কঠিন সময়ে কুলদীপ ওর পাশে দাঁড়ায়। সে কাব্যকে বোঝায় যে জীবন ও মৃত্যু কোনওটাই মানুষের হাতে নয়।
9/10

সে এও বোঝায় যে ভয় ও হতাশার জীবন কাটানোর চেয়ে তার প্রাণভরে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।
10/10

ছবির প্রত্যেক পরতে দেখা মিলবে উত্তরবঙ্গে মনোরম পাহাড়ি এলাকার, বাংলার ঐতিহ্যের। দর্শক উপলব্ধি করবেন যে জীবনের প্রত্যেক মুহূর্ত জরুরি। চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন অরবিন্দ নারায়ণ দোলাই।
Published at : 29 Aug 2024 02:36 PM (IST)
View More
Advertisement
Advertisement






















