এক্সপ্লোর
Luv Ranjan’s Wedding: পরিচালক লভ রঞ্জনের বিয়েতে বলিউড তারকারা, রইল ছবি

পরিচালক লভ রঞ্জনের বিয়েতে বলিউড তারকারা
1/9

২০ ফেব্রুয়ারি রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড পরিচালক লভ রঞ্জন। তাঁর বিয়েতে হাজির থাকতে দেখা গেল বলিউডের একগুচ্ছ তারকাকে।
2/9

দীর্ঘদিনের প্রেমিকা আলিশা বৈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিচালক লভ রঞ্জন। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর তাঁরা অবশেষে নতুন জীবন শুরু করলেন।
3/9

পরিচালক লভ রঞ্জনের বিয়ের আসর বসেছিল আগ্রায়। সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল বলিউড তারকাদের। রণবীর কপূর, শ্রদ্ধা কপূরকে দেখা যায় সেখানে উপস্থিত থাকতে।
4/9

রণবীর কপূর, শ্রদ্ধা কপূর, কার্তিক আরিয়ানদের মতো তারকারা পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন। লভ রঞ্জনের বিয়েতে সকলের পরণেই হালকা রঙের পোশাক দেখা যায়।
5/9

অভিনেত্রী রকুলপ্রীত সিংহকে দেখা গেল প্রেমিক জ্যাকি ভগনানির সঙ্গে। পরিচালকের বিয়েতে প্রেমিকের সঙ্গে এসেছিলেন তিনি।
6/9

প্রেমিকা আলিশার সঙ্গে কলেজ জীবন থেকে সম্পর্ক পরিচালক লভ রঞ্জনের। কলেজ জীবনের প্রেমিকাকেই জীবনসঙ্গী হিসেবে নতুন জীবনে পা দিলেন লক্ষ রঞ্জন।
7/9

আগ্রার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরিচালক লভ রঞ্জনের বিয়ের আসর। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তারকা।
8/9

পরিচালক লভ রঞ্জনের আগামী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরকে। যদিও সেই ছবির নাম এখনও ঘোষণা হয়নি।
9/9

সাম্প্রতিককালে বলিউডে বিয়ের সানাই বেজেছে বেশ কিছু তারকার। সদ্যই বিয়ে করেছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। এবার বিয়ের পিঁড়িতে বসলেন পরিলাক লভ রঞ্জন।
Published at : 21 Feb 2022 05:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
