এক্সপ্লোর
Ritabhari Chakraborty: এবার কি বলিউডে পা রাখছেন ঋতাভরী? ছবি মুক্তির আগেই হঠাৎ মুম্বইতে নায়িকা!
Ritabhari Chakraborty News: ঋতাভরী এদিন অংশ নিয়েছিলেন নবরাত্রির পুজোয়, সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে গল্পে আড্ডায় কাটে সন্ধে। তবে ইতিমধ্যেই ঋতাভরী ফিরে এসেছেন শহরে। আগামীকাল তাঁর ছবির মুক্তি যে।

এবার কি বলিউডে পা রাখছেন ঋতাভরী?
1/10

রাত পেরোলেই তাঁর ছবির মুক্তি, কিন্তু তাঁর আগে হঠাৎ মুম্বইতে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সঙ্গে ক্যাটরিনা কইফ (Katrina Kaif)! এবার কি বলিউডে পা রাখছেন ঋতাভরী?
2/10

বিষয়টা ঠিক তেমন নয়, একই স্বর্ণবিপণী সংস্থার বাৎসরিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে মুম্বই উড়ে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আমন্ত্রণ পান তিনি।
3/10

আর এই বছরেও নতুন ছবির প্রচারে কাজ সামলে, নির্দিষ্ট দিনে মুম্বই পৌঁছেছিলেন ঋতাভরী। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ক্যাটরিনা কইফও।
4/10

বিশেষ এই অনুষ্ঠানে সেই সংস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক মহিলাকেই বিশেষ আমন্ত্রণ করে নিয়ে আসা হয়। ঋতাভরী মুম্বইয়ে একাধিক কাজ করেছেন। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ঋতাভরীও।
5/10

ঋতাভরী এদিন অংশ নিয়েছিলেন নবরাত্রির পুজোয়, সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে গল্পে আড্ডায় কাটে সন্ধে। তবে ইতিমধ্যেই ঋতাভরী ফিরে এসেছেন শহরে। আগামীকাল তাঁর ছবির মুক্তি যে।
6/10

আগামীকাল মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি 'বহুরূপী'। এই ছবিটিতে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
7/10

'বহুরূপী' ছবিতে একজন পুলিশ অফিসারের স্ত্রী-এর ভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী। তাঁর চরিত্রের নাম 'পরি'। একটি সদ্য বিবাহিত জুটি হিসেবে দেখা যাবে আবির-ঋতাভরীকে।
8/10

পুজোয় সময়টা সাধারণত কলকাতাতেই কাটান ঋতাভরী। এবারে তাঁর নতুন ছবি মুক্তি পাবে পুজোয়। সেই কারণেই এবার কলকাতাতেই থাকবে ঋতাভরী।
9/10

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী যে ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে একটি হলুদ আনারকলি চুড়িদার পরেছিলেন ঋতাভরী, সেজেছিলেন ভারি গয়নায়।
10/10

এবার পুজোর সময়টা ঋতাভরীর কাটবে ছবির প্রচারেই। পাশাপাশি রয়েছে বেশ কিছু ওপেনিং-এর কাজও। সব মিলিয়ে এবার পুজোয় বেশ ব্যস্তই থাকবেন ঋতাভরী।
Published at : 08 Oct 2024 12:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
