এক্সপ্লোর
টিকাকরণের ঝক্কি কমাতে কো-উইন অ্যাপে জুড়ল নতুন ফিচার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/4381d4ef73dd88fedab52ef2bdfff81c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টিকাকরণের ঝক্কি কমাতে কো-উইন অ্যাপে জুড়ল নতুন ফিচার
1/9
![কো-উইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের ঝক্কি কমাতে নতুন সিকিউরিটি ফিচার সংযোজিত হল অ্যাপে। বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800da3e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কো-উইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের ঝক্কি কমাতে নতুন সিকিউরিটি ফিচার সংযোজিত হল অ্যাপে। বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
2/9
![কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্টি টিকাকরণের দিনক্ষণ পেলেও ভ্যাকসিনের অভাবে টিকা পাচ্ছেন না অনেকেই। কিন্তু তারপরও তাদের কাছে মেসেজ আসছে টিকা নেওয়া হয়ে গিয়েছে বলে, এই যান্ত্রিক ত্রুটি কমাতেই পদক্ষেপ বলে জানানো হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/156005c5baf40ff51a327f1c34f2975b613eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্টি টিকাকরণের দিনক্ষণ পেলেও ভ্যাকসিনের অভাবে টিকা পাচ্ছেন না অনেকেই। কিন্তু তারপরও তাদের কাছে মেসেজ আসছে টিকা নেওয়া হয়ে গিয়েছে বলে, এই যান্ত্রিক ত্রুটি কমাতেই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
3/9
![আজ থেকে কো-উইন অ্যাপে একটি চার ডিজিট সিকিউরিটি কোড যাবে। যে নম্বর ভেরিফিকেশনের পরই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/d0096ec6c83575373e3a21d129ff8fef22d97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ থেকে কো-উইন অ্যাপে একটি চার ডিজিট সিকিউরিটি কোড যাবে। যে নম্বর ভেরিফিকেশনের পরই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
4/9
![গোটা দেশে ভ্যাকসিনের অভাব থাকলেও সেটা কাটিয়ে ক্রমশ দেশের ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার কাজও শুরু হয়েছে। যার জন্য রেজিস্ট্রেশন হয়েছে কো-উইন অ্যাপের মাধ্যমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/799bad5a3b514f096e69bbc4a7896cd93b5dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোটা দেশে ভ্যাকসিনের অভাব থাকলেও সেটা কাটিয়ে ক্রমশ দেশের ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার কাজও শুরু হয়েছে। যার জন্য রেজিস্ট্রেশন হয়েছে কো-উইন অ্যাপের মাধ্যমে।
5/9
![নির্দেশিকায় জানানো হয়েছে অ্যাপয়েনমেন্ট স্লিপের প্রিন্ট বা সফট কপি ও যে মোবাইল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি সঙ্গে নিয়ে যাওয়ার কথা। যাতে ৪ ডিজিটের ভেরিফিকেশন খতিয়ে দেখে নেওয়া যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/30e62fddc14c05988b44e7c02788e18735c10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নির্দেশিকায় জানানো হয়েছে অ্যাপয়েনমেন্ট স্লিপের প্রিন্ট বা সফট কপি ও যে মোবাইল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি সঙ্গে নিয়ে যাওয়ার কথা। যাতে ৪ ডিজিটের ভেরিফিকেশন খতিয়ে দেখে নেওয়া যায়।
6/9
![ভ্যাকসিন নেওয়ার আগে ভেরিফায়ার বা ভ্যাকসিনেটরের কাছে জানাতে হবে ওই চার ডিজিটের সিকিউরিটি কোড, যাতে তা ডিজিট্যাল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/032b2cc936860b03048302d991c3498f075b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভ্যাকসিন নেওয়ার আগে ভেরিফায়ার বা ভ্যাকসিনেটরের কাছে জানাতে হবে ওই চার ডিজিটের সিকিউরিটি কোড, যাতে তা ডিজিট্যাল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে।
7/9
![কো-উইনে প্রথমে রেজিস্ট্রেশন করার সময়ই যে কোনও পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করতে হয়। আর টিকা নেওয়ার পর্ব সম্পূর্ণ হলে দেওয়া হয় ডিজিট্যাল সার্টিফিকেট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/fe5df232cafa4c4e0f1a0294418e5660757ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কো-উইনে প্রথমে রেজিস্ট্রেশন করার সময়ই যে কোনও পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করতে হয়। আর টিকা নেওয়ার পর্ব সম্পূর্ণ হলে দেওয়া হয় ডিজিট্যাল সার্টিফিকেট।
8/9
![চার অঙ্কের সিকিউরিটি কোড দেওয়ার পর ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে তা পরে রেজিস্টার করা মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/18e2999891374a475d0687ca9f989d835d890.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চার অঙ্কের সিকিউরিটি কোড দেওয়ার পর ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে তা পরে রেজিস্টার করা মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
9/9
![পাশাপাশি কেন্দ্রের পক্ষে নির্দেশিকায় বলা হয়েছে ডিজিট্যাল সার্টিফিকেট পেতে সমস্যা হলে নির্দিষ্ট ভ্যাকসিনেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/8cda81fc7ad906927144235dda5fdf15906f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাশাপাশি কেন্দ্রের পক্ষে নির্দেশিকায় বলা হয়েছে ডিজিট্যাল সার্টিফিকেট পেতে সমস্যা হলে নির্দিষ্ট ভ্যাকসিনেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
Published at : 08 May 2021 06:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)