বৃহস্পতিবার ইস্তাম্বুলে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফ্লাইওয়েট (৫২ কেজি) বিভাগের একতরফা ফাইনালে থাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে ভারতীয় বক্সার নিখাত জারিন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।
2/9
তেলেঙ্গানার নিখাত গোটা টুর্নামেন্টেই নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। থাইল্যান্ডের খেলোয়াড়কে নিখাত ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮-এ হারিয়ে দেন।
3/9
২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী নিখাত ভারতের পঞ্চম মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন।
4/9
প্রথম রাউন্ড সহজেই জিতলেও, দ্বিতীয় রাউন্ডেই প্রত্যাবর্তন করেছিলেন থাইল্যান্ডের বক্সার। ফাইনাল রাউন্ডে শক্তিশালী পাঞ্চে প্রতিপক্ষকে পরাস্ত করেন নিখাত।
5/9
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চার বছরে প্রথমবার সোনা জয় ভারতের। এর আগে শেষবার ২০১৮ সালে মেরি কম সোনা জিতেছিলেন।
6/9
এর আগে সেমিফাইনালে তিনি ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন।
7/9
ইস্তাম্বুলে এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট ১টি সোনা, ২টো ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে।
8/9
বিজয়ী ঘোষণার পর জারিন তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি আনন্দে লাফিয়ে উঠেছিলেন। নিজের চোখের জলও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ২০১৯ সালে এই থাই প্রতিযোগিকেই থাইল্যান্ড ওপেনে হারিয়েছিলেন জারিন।
9/9
এখনও পর্যন্ত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা ফল ২০০৬ সালে। সেবার ভারত চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছিল।