এক্সপ্লোর
Congress President Poll: ভোট পড়ল ৯৬ শতাংশ, সভাপতি কে? উত্তর মিলবে ১৯ অক্টোবর
Rahul Gandhi: ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গাঁধীর নেতৃত্বে হচ্ছে সেই কর্মসূচি। সেখান থেকেই ভোট দিয়েছেন তিনি।
![Rahul Gandhi: ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গাঁধীর নেতৃত্বে হচ্ছে সেই কর্মসূচি। সেখান থেকেই ভোট দিয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/4c1b0c31e0115d3c293219cd2cb1eed11666030514018385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
![ভোটপর্ব শেষ। এবার অপেক্ষা ১৯ অক্টোবর পর্যন্ত। ওই দিনই জানা যাবে, কে হচ্ছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। দীর্ঘ ২ দশক পরে গাঁধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880044fdd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভোটপর্ব শেষ। এবার অপেক্ষা ১৯ অক্টোবর পর্যন্ত। ওই দিনই জানা যাবে, কে হচ্ছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। দীর্ঘ ২ দশক পরে গাঁধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন।
2/10
![এই ভোট ঘিরে সরগরম ছিল কংগ্রেসের অন্দর। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ চাইছিলেন যে রাহুল গাঁধী ওই পদে বসুন। কিন্তু, রাহুল জানিয়ে দিয়েছিলেন যে গাঁধী পরিবারের কেউ ওই পদের জন্য লড়বেন না। তারপরেই বিভিন্ন নাম উঠে আসে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহৌলত সভাপতি পদে লড়ার জন্য ইচ্ছে প্রকাশ করেন। তারপর নানা টানাপড়েনের পরে মুখোমুখি লড়াইয়ে মল্লিকার্জুন খাড়গে এবং শশী তারুর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/156005c5baf40ff51a327f1c34f2975b1d0e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ভোট ঘিরে সরগরম ছিল কংগ্রেসের অন্দর। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ চাইছিলেন যে রাহুল গাঁধী ওই পদে বসুন। কিন্তু, রাহুল জানিয়ে দিয়েছিলেন যে গাঁধী পরিবারের কেউ ওই পদের জন্য লড়বেন না। তারপরেই বিভিন্ন নাম উঠে আসে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহৌলত সভাপতি পদে লড়ার জন্য ইচ্ছে প্রকাশ করেন। তারপর নানা টানাপড়েনের পরে মুখোমুখি লড়াইয়ে মল্লিকার্জুন খাড়গে এবং শশী তারুর।
3/10
![সোমবার সারা ভারত জুড়ে হল এই নির্বাচন। কংগ্রেসের পরবর্তী সভাপতি বেছে নিতে চলল ভোটগ্রহণ প্রক্রিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/799bad5a3b514f096e69bbc4a7896cd90f5f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবার সারা ভারত জুড়ে হল এই নির্বাচন। কংগ্রেসের পরবর্তী সভাপতি বেছে নিতে চলল ভোটগ্রহণ প্রক্রিয়া।
4/10
![কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পায়লট। যদি অশোক গহৌলত নির্বাচনে লড়ে জিততেন তাহলে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতো। সেক্ষেত্রে ওই পদের অন্যতম দাবিদার ছিলেন সচিন। যদিও নানা টানাপড়েনের পরে লড়াইয়ের ময়দান থেকে সরে আসেন অশোক গহলৌত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/d0096ec6c83575373e3a21d129ff8fefc3ca3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পায়লট। যদি অশোক গহৌলত নির্বাচনে লড়ে জিততেন তাহলে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতো। সেক্ষেত্রে ওই পদের অন্যতম দাবিদার ছিলেন সচিন। যদিও নানা টানাপড়েনের পরে লড়াইয়ের ময়দান থেকে সরে আসেন অশোক গহলৌত।
5/10
![সোমবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মোট সাড়ে নয় হাজার প্রতিনিধি এই ভোটে যোগ দিয়েছেন। শতাংশের বিচারে তা ৯৬ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/032b2cc936860b03048302d991c3498f0f143.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মোট সাড়ে নয় হাজার প্রতিনিধি এই ভোটে যোগ দিয়েছেন। শতাংশের বিচারে তা ৯৬ শতাংশ।
6/10
![এখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। সেখানে রয়েছেন রাহুল গাঁধী। তাঁর সঙ্গেই সেই যাত্রায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। ভারত জোড়ো যাত্রার ক্যাম্প সাইট থেকেই তাঁরা ভোট প্রক্রিয়ায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/18e2999891374a475d0687ca9f989d83b51fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। সেখানে রয়েছেন রাহুল গাঁধী। তাঁর সঙ্গেই সেই যাত্রায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। ভারত জোড়ো যাত্রার ক্যাম্প সাইট থেকেই তাঁরা ভোট প্রক্রিয়ায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার।
7/10
![ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা মনমোহন সিং ভোট দিচ্ছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/8cda81fc7ad906927144235dda5fdf156ac9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা মনমোহন সিং ভোট দিচ্ছেন।
8/10
![দিল্লিতে কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর সঙ্গে কংগ্রেসের বর্তমান সভানেত্রী সনিয়া গাঁধী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/30e62fddc14c05988b44e7c02788e1871fadf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লিতে কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর সঙ্গে কংগ্রেসের বর্তমান সভানেত্রী সনিয়া গাঁধী।
9/10
![ভারত জোড়ো যাত্রার ক্যাম্পে আয়োজিত ভোটগ্রহণ অনুষ্ঠানের লাইনে রাহুল গাঁধী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/ae566253288191ce5d879e51dae1d8c319d7e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত জোড়ো যাত্রার ক্যাম্পে আয়োজিত ভোটগ্রহণ অনুষ্ঠানের লাইনে রাহুল গাঁধী।
10/10
![কর্নাটকে ভারত জোড়ো যাত্রার একটি মুহূর্ত। সব ছবি: পিটিআই, কংগ্রেসের টুইটার হ্যান্ডেল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/dcbdfd74dbc950128110851f2a8689c284422.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কর্নাটকে ভারত জোড়ো যাত্রার একটি মুহূর্ত। সব ছবি: পিটিআই, কংগ্রেসের টুইটার হ্যান্ডেল
Published at : 17 Oct 2022 11:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)