এক্সপ্লোর
Haunted Beach অন্ধকারে ভারতের এই সমুদ্র সৈকতে ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছে বহু পর্যটকের
India Haunted Place: আরব সাগর বরাবর ডুমাস সৈকতের অবস্থান। অনেকে বলে থাকেন রাতের অন্ধকার নামার পর ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন।

এই সৈকতটি নিয়ে নানা গল্পও রয়েছে
1/6

গুজরাতের সুরাটের অন্যতম অভিজাত সমুদ্র সৈকত ডুমাস বিচ। এই সৈকত নিয়ে নানা লোকে নানা কথা বলে থাকে।
2/6

আরব সাগর বরাবর ডুমাস সৈকতের অবস্থান। অনেকে বলে থাকেন রাতের অন্ধকার নামার পর ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন।
3/6

বহু পর্যটকরাও জানান রাতের অন্ধকারে যেন রূপই বদলে ফেলে এই সাগরতট। যদিও সেই কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
4/6

কথিত আছে, গুজরাটের এই সমুদ্র সৈকতে আগে নাকি মানুষ পোড়ানো হত। সেই শক্তির প্রভাব পড়ে এই ডুমাস বিচে, এমনটাই বলা হয়ে থাকে।
5/6

তবে মাঝে মাঝেই রাতে বিচে হাঁটতে গেলে অনেকে ভিন্ন অনুভূতিও করে বলে জানা যায়।
6/6

ডুমাস বিচে সূর্যাস্তের পর আর তাই কেউ যেতে চায় না। সেই ভয়েই রাতে কেউ থাকতেও চায় না সেখানে এমনটাই খবর। যদিও তেমন কোনও ছবি বা ভিডিও কিছু প্রকাশ্যে আসেনি কখনও। ভারতের ভুতুড়ে জায়গাগুলির মধ্যে এই বিচের নাম উঠে আসে।
Published at : 05 Feb 2023 01:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
