এক্সপ্লোর
Oxfam Report: সম্পদ বণ্টনে চরম অসাম্য, দরিদ্র হয়েছেন ৫০০ কোটি, ঘণ্টায় ১১৬ কোটি আয় ধনকুবেরদের
Inequality Report: প্রতিদিন ৮ কোটি ৩০ লক্ষ উড়িয়ে দিলেও, ৪৭৬ বছর লাগবে ধনকুবেরদের সম্পদ শেষ হতে। -ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

ধনী ব্যক্তিরা আরও ধনী হয়ে উঠছেন। অবস্থার পরিবর্তন নেই মধ্যবিত্ত, দরিদ্রদের। বরং গুজরান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। -ফাইল চিত্র।
2/10

একবার নয়, একাধিক বার সেই উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। Oxfam-এর রিপোর্টেও সেই তথ্যই উঠে আসছে। ২০২০ সাল থেকে বিশ্বের তাবড় ধনকুবেরদের সম্পত্তি বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে তারা। -ফাইল চিত্র।
Published at : 31 Jan 2024 03:43 PM (IST)
আরও দেখুন






















