এক্সপ্লোর
PM Modi Dwarka Scuba Diving : ৭৩ বছর বয়সে স্কুবা ডাইভিং মোদির ! সমুদ্রের গভীরে দ্বারকা দর্শন, কৃষ্ণ-পুজো প্রধানমন্ত্রীর, বললেন ...
Modi Dwarka Scuba Diving: জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন মোদি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করো নেন সেই অভিজ্ঞতার কথা।

সমুদ্রের গভীরে দ্বারকা দর্শন, কৃষ্ণ-পুজো প্রধানমন্ত্রীর
1/8

জলের তলায় প্রধানমন্ত্রী! আজ এভাবেই অন্য মেজাজে ধরা দিলেন নরেন্দ্র মোদি
2/8

গুজরাতের পঞ্চকুই সৈকতের আরব সাগরের উপকূলে স্কুবা ডাইভিং করলেন তিনি। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল।
3/8

দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, এদিন স্কুবা ডাইভিং করে সেই শহর দর্শন করেন মোদি।
4/8

জলের নীচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করো নেন সেই অভিজ্ঞতার কথা।
5/8

স্কুবা ডাইভিং-এর অভিজ্ঞতা শেয়ার করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, জলের নীচে দ্বারকা শহরে প্রার্থনা করা অত্যন্ত ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল।
6/8

স্কুবা ডাইভিংয়ের আগে এদিন দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল ব্রিজ ‘সুর্দশন সেতু’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
7/8

৭৩ বছর বয়সে স্কুবা ডাইভিং করে খুবই আবেগতাড়িত ছিলেন প্রধানমন্ত্রী। অনেকেই তাঁর সাহসের তারিফ করেন। তবে মোদি বলেন, এটা শুধু সাহস নয়, এটা বিশ্বাস।
8/8

প্রধানমন্ত্রী এরপর দ্বারকায় বলেন, আমি সমুদ্রের গভীরে গিয়ে প্রাচীন দ্বারকা দেখলাম। প্রত্নতাত্ত্বিকরা সমুদ্রে নিমজ্জিত দ্বারকা নিয়ে অনেক কিছু লিখেছেন। আমাদের ধর্মগ্রন্থেও দ্বারকা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। বলা হয় যে ভগবান বিশ্বকর্মা নিজেই দ্বারকা শহর তৈরি করেছিলেন
Published at : 26 Feb 2024 08:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
