এক্সপ্লোর
Om Parvat: ওম পর্বতের চূড়া থেকে গায়েব 'ওঁ' চিহ্ন, ইতিহাসে এই প্রথম, বিপদ দেখছেন পরিবেশবিদরা
Climate Change: 'ওঁ' দেখতেই বহু দূর থেকে ছুটে আসেন মানুষজন। ছবি: ABP Live.

ছবি: ABP Live.
1/11

জলবায়ু পরিবর্তনের প্রকোপ অনুভূত হচ্ছে পৃথিবীর সর্বত্রই। অত্যধিক তাপমাত্রায় হিমবাহ শূন্য হয়ে পড়ছে একের পর এক দেশ, আবার বরফে ঢাকা চূড়া ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন।
2/11

এবার উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি দেখা দিল। সেখানকার ওম পর্বত থেকে এবার গায়েব হয়ে গেল বরফ। ইতিহাসে এই প্রথম বরফশূন্য হয়ে গেল ওম পর্বত।
3/11

উত্তরাখণ্ডের ব্যাস উপত্যকায় অবস্থিত ওম পর্বত। উচ্চতা প্রায় ১৪ হাজার ফুট। বছরভর বরফে ঢাকা থাকে ওম পর্বত।
4/11

খাঁজ খাঁজে এমন ভাবে বরফ পড়ে থাকে পর্বতের চূড়ায়, যে দূর থেকে দেখতে লাগে 'ওঁ'-এর মতো, যা কি না সনাতন ধর্মের পবিত্র মন্ত্র।
5/11

পর্বতের খাঁজে বরফ পড়ে তৈরি 'ওঁ' চিহ্ন দেখতেই বহু দূর থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু ওই পর্বত থেকে বরফই গায়েব হয়ে গিয়েছে। ফলে 'ওঁ' চিহ্নটি গায়েব হয়ে গিয়েছে।
6/11

এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। তাঁরা জানিয়েছেন, বৃষ্টিরাতে ঘাটতির পাশাপাশি, গত পাঁচ বছর ধরে লাগাতার তুষারপাতও কমছে।
7/11

সেই তুলনায় লাগাতার বেড়ে চলেছে দূষণ। রাস্তাঘাটে গাড়িঘোড়া বেড়ে গিয়েছে। তাপমাত্রাও বেড়ে চলেছে উত্তরোত্তর। তার জেরেই এমন পরিস্থিতি বলে মত পরিবেশবিদদের।
8/11

স্থানীয় বাসিন্দা ঊর্মিলা সানওয়াল সোশ্যাল মিডিয়ায় ওম পর্বতের ছবি শেয়ার করেছেন, যাতে চিহ্নটি প্রায় চোখেই পড়ছে না। আদি কৈলাস যাত্রা বেস ক্যাম্পে গত ২২ বছর ধরে রয়েছেব ধন সিংহ বিশত। কখনও এমন পরিস্থিতি দেখেননি বলে জানিয়েছেন তিনি।
9/11

এতদিন পর্যন্ত ওম পর্বতে বার্ষিক বরফ গলে যাওয়ার হার ছিল ৯৫ থেকে ৯৯ শতাংশ। কিন্তু এবছর সম্পূর্ণ বরফের স্তরই গলে গিয়েছে।
10/11

গত সোমবার নতুন করে তুষারপাত হয় সেখানে। তাতে হাঁফ ছেড়ে বেঁচেছে পিথোরাগড় প্রশাসন। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব যে ওম পর্বতের উপরও পড়তে শুরু করেছে, তা বিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
11/11

এমনিতেই হিমালয় পর্বতমালা অঞ্চলের বাস্তুতন্ত্র অত্যন্ত দুর্বল। তাপমাত্রার ওঠাপড়া, বৃষ্টিপাতের ধারায় পরিবর্তন ঘটলে, তার মারাত্মক প্রভাব পড়ে। ইতিধ্যেই জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার হিমবাহগুলি গলতে শুরু করেছে। ঘাটতি দেখা দিয়েছে তুষারপাতেও। ওম পর্বতের উপর থেকে গরফ গায়েব হয়ে যাওয়ার ঘটনা তাই উদ্বিগ্ন করে তুলেছে সকলকে।
Published at : 31 Aug 2024 09:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
