এক্সপ্লোর

Albert Einstein: ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পান, জন্মসূত্রে ইহুদি হলেও, রাজি হননি আইনস্টাইন

Israel Palestine Conflict: জন্মসূত্রে ইহুদি। আন্দোলনের প্রতি সমর্থনও ছিল। তাও কেন ইজরায়েলের প্রেসিডেন্ট হতে রাজি হননি আইনস্টাইন?

Israel Palestine Conflict: জন্মসূত্রে ইহুদি। আন্দোলনের প্রতি সমর্থনও ছিল। তাও কেন ইজরায়েলের প্রেসিডেন্ট হতে রাজি হননি আইনস্টাইন?

ছবি: পিক্সাবে।

1/10
ভাবনা-চিন্তা ধর্মনিরপেক্ষ হলেও, জন্মসূত্রে ইহুদি অ্যালবার্ট আইনস্টাইন। বিজ্ঞানচর্চার জন্য গোটা দুনিয়ায় পরিচিত হলেও, রাজনীতির আঁচ থেকেও রক্ষা পাননি। যদিও সচেতন ভাবেই সেই ফাঁদ এড়িয়ে যান আইনস্টাইন।
ভাবনা-চিন্তা ধর্মনিরপেক্ষ হলেও, জন্মসূত্রে ইহুদি অ্যালবার্ট আইনস্টাইন। বিজ্ঞানচর্চার জন্য গোটা দুনিয়ায় পরিচিত হলেও, রাজনীতির আঁচ থেকেও রক্ষা পাননি। যদিও সচেতন ভাবেই সেই ফাঁদ এড়িয়ে যান আইনস্টাইন।
2/10
১৯৩৩ সালে জার্মানিতে নাৎজিদের হাতে ক্ষমতা উঠলে দেশত্যাগী হন আইনস্টাইন। প্রকাশ্যে অ্যাডল্ফ হিটলারের সমালোচনা করেছিলেন। তার জন্য নাৎজিদের শত্রুতে পরিণত হন তিনি। তার পর দীর্ঘ সময় দেশহীন হয়ে থাকতে হয় তাঁকে। পরবর্তী কালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
১৯৩৩ সালে জার্মানিতে নাৎজিদের হাতে ক্ষমতা উঠলে দেশত্যাগী হন আইনস্টাইন। প্রকাশ্যে অ্যাডল্ফ হিটলারের সমালোচনা করেছিলেন। তার জন্য নাৎজিদের শত্রুতে পরিণত হন তিনি। তার পর দীর্ঘ সময় দেশহীন হয়ে থাকতে হয় তাঁকে। পরবর্তী কালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
3/10
সেই সময়, ১৯৫২ সালে ইজরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট চাইম উইজম্যানের মৃত্যু হয়। তাতে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন।
সেই সময়, ১৯৫২ সালে ইজরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট চাইম উইজম্যানের মৃত্যু হয়। তাতে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন।
4/10
ইজরায়েলে প্রশাসনিক সব দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট সাংবিধানিক পদ। তাই সম্মান হিসেবেই দেখা হয় পদটিকে। কিন্তু আইনস্টাইন ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ায় আগ্রহ দেখাননি।
ইজরায়েলে প্রশাসনিক সব দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট সাংবিধানিক পদ। তাই সম্মান হিসেবেই দেখা হয় পদটিকে। কিন্তু আইনস্টাইন ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ায় আগ্রহ দেখাননি।
5/10
শোনা যায়, গুরিয়নও রীতিমতো আতঙ্কে ছিলেন। ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, মুখরক্ষা করতে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হতে অনুরোধ জানিয়েছেন তিনি। আইনস্টাইন রাজি হলে সকলের কপালে শনি নাচছে।
শোনা যায়, গুরিয়নও রীতিমতো আতঙ্কে ছিলেন। ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, মুখরক্ষা করতে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হতে অনুরোধ জানিয়েছেন তিনি। আইনস্টাইন রাজি হলে সকলের কপালে শনি নাচছে।
6/10
প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনস্টাইন জানান, ব্যক্তিগত ভাবে বেশ কিছু জায়গায় খামতি রয়েছে তাঁর মধ্যে। বয়সও হয়েছে, তাই প্রেসিডেন্টের গুরুদায়িত্ব তাঁর পক্ষে সামলানো সহজ কাজ নয়। শুধু তাই নয়, ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব তাঁর জন্য নীতিগত ভাবে সামঞ্জস্যপূর্ণ নয়  বলেও উল্লেখ করেন। পরে ইৎজাক বেন-জভি ইজরায়েলের প্রেসিডেন্ট হন।
প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনস্টাইন জানান, ব্যক্তিগত ভাবে বেশ কিছু জায়গায় খামতি রয়েছে তাঁর মধ্যে। বয়সও হয়েছে, তাই প্রেসিডেন্টের গুরুদায়িত্ব তাঁর পক্ষে সামলানো সহজ কাজ নয়। শুধু তাই নয়, ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব তাঁর জন্য নীতিগত ভাবে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেন। পরে ইৎজাক বেন-জভি ইজরায়েলের প্রেসিডেন্ট হন।
7/10
ইহুদিদের প্রতি বরাবরই সমব্যথী ছিলেন আইনস্টাইন। জার্মানি থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসার পর, সেখান থেকে ইহুদি বিজ্ঞানীদের বের করে আনতে একাধিক জায়গায় পৌরহিত্যও করেন তিনি। ইহুদিদের পৃথক দেশের পক্ষেও ছিলেন আইনস্টাইন।
ইহুদিদের প্রতি বরাবরই সমব্যথী ছিলেন আইনস্টাইন। জার্মানি থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসার পর, সেখান থেকে ইহুদি বিজ্ঞানীদের বের করে আনতে একাধিক জায়গায় পৌরহিত্যও করেন তিনি। ইহুদিদের পৃথক দেশের পক্ষেও ছিলেন আইনস্টাইন।
8/10
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লেখা চিঠিতে নিজের সেই অবস্থান জানিয়েছিলেন আইনস্টাইন। লিখেছিলেন, ‘ইহুদিরাষ্ট্রের জন্য আন্দোলনের প্রতি আমার সমর্থন জানিয়ে আমি ঐতিহাসিক ভুল সংশোধনের উপায় দেখতে পেয়েছিলাম’।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লেখা চিঠিতে নিজের সেই অবস্থান জানিয়েছিলেন আইনস্টাইন। লিখেছিলেন, ‘ইহুদিরাষ্ট্রের জন্য আন্দোলনের প্রতি আমার সমর্থন জানিয়ে আমি ঐতিহাসিক ভুল সংশোধনের উপায় দেখতে পেয়েছিলাম’।
9/10
পৃথক ইহুদি রাষ্ট্রের সমর্থক হলেও, প্যালেস্তাইন থেকে আদি বাসিন্দাদের উৎখাত করার এবং প্যালেস্তাইনের বিভাজন ঘটানোর ঘোর বিরোধী ছিলেন আইনস্টাইন। ১৯৩৮ সালে নিউইয়র্কে ন্যাশনাল লেবার কমিটি ফর প্যালেস্তাইনের ভাষণে তিনি বলেন, “(ব্রিটেনের পরিবর্তে) আরবদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ইহুদিরাষ্ট্র গঠন নিয়ে আলোচনার পক্ষে আমি।“
পৃথক ইহুদি রাষ্ট্রের সমর্থক হলেও, প্যালেস্তাইন থেকে আদি বাসিন্দাদের উৎখাত করার এবং প্যালেস্তাইনের বিভাজন ঘটানোর ঘোর বিরোধী ছিলেন আইনস্টাইন। ১৯৩৮ সালে নিউইয়র্কে ন্যাশনাল লেবার কমিটি ফর প্যালেস্তাইনের ভাষণে তিনি বলেন, “(ব্রিটেনের পরিবর্তে) আরবদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ইহুদিরাষ্ট্র গঠন নিয়ে আলোচনার পক্ষে আমি।“
10/10
আইনস্টাইন আরও বলেন, “কাঁটাতারের সীমান্ত, সশস্ত্র সেনা মোতায়েন থাকা ইহুদি রাষ্ট্র, ক্ষমতা প্রদর্শনে যথেষ্ট বিনয় থাকলেও, আমার আশঙ্কা তাতে ইহুদিদের ভিতরকার ক্ষত দগদগেই থাকবে। কারণ আমাদের মধ্যে সংকীর্ণ জাতীয়বাদী ভাবনা গোড়া থেকেই নিহিত রয়েছে। পৃথক ইহুদি রাষ্ট্র না থাকার সময়ও তার বিরুদ্ধে লড়তে হয়েছে আমাদের।” তাই ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের নেপথ্যে আইনস্টাইনের এই বিবেকবোধই কাজ করেছিল বলে মনে করেন কূটনীতিকরা।
আইনস্টাইন আরও বলেন, “কাঁটাতারের সীমান্ত, সশস্ত্র সেনা মোতায়েন থাকা ইহুদি রাষ্ট্র, ক্ষমতা প্রদর্শনে যথেষ্ট বিনয় থাকলেও, আমার আশঙ্কা তাতে ইহুদিদের ভিতরকার ক্ষত দগদগেই থাকবে। কারণ আমাদের মধ্যে সংকীর্ণ জাতীয়বাদী ভাবনা গোড়া থেকেই নিহিত রয়েছে। পৃথক ইহুদি রাষ্ট্র না থাকার সময়ও তার বিরুদ্ধে লড়তে হয়েছে আমাদের।” তাই ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের নেপথ্যে আইনস্টাইনের এই বিবেকবোধই কাজ করেছিল বলে মনে করেন কূটনীতিকরা।

আরও জানুন খবর

আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Advertisement
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ১: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন। 'তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের
Ritwik Ghatak: সোনারপুরে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে শুরু হয়েছে বিশেষ আর্ট ইনস্টলেশনের প্রদর্শনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget