এক্সপ্লোর
Albert Einstein: ইজরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পান, জন্মসূত্রে ইহুদি হলেও, রাজি হননি আইনস্টাইন
Israel Palestine Conflict: জন্মসূত্রে ইহুদি। আন্দোলনের প্রতি সমর্থনও ছিল। তাও কেন ইজরায়েলের প্রেসিডেন্ট হতে রাজি হননি আইনস্টাইন?
ছবি: পিক্সাবে।
1/10

ভাবনা-চিন্তা ধর্মনিরপেক্ষ হলেও, জন্মসূত্রে ইহুদি অ্যালবার্ট আইনস্টাইন। বিজ্ঞানচর্চার জন্য গোটা দুনিয়ায় পরিচিত হলেও, রাজনীতির আঁচ থেকেও রক্ষা পাননি। যদিও সচেতন ভাবেই সেই ফাঁদ এড়িয়ে যান আইনস্টাইন।
2/10

১৯৩৩ সালে জার্মানিতে নাৎজিদের হাতে ক্ষমতা উঠলে দেশত্যাগী হন আইনস্টাইন। প্রকাশ্যে অ্যাডল্ফ হিটলারের সমালোচনা করেছিলেন। তার জন্য নাৎজিদের শত্রুতে পরিণত হন তিনি। তার পর দীর্ঘ সময় দেশহীন হয়ে থাকতে হয় তাঁকে। পরবর্তী কালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
Published at : 28 Oct 2023 06:48 PM (IST)
আরও দেখুন






















