এক্সপ্লোর
Aditya-L1 Mission: সূর্যের নাড়ি-নক্ষত্রের হদিশ দিতে আর কিছুক্ষণেই সৌর সফরে 'আদিত্য'
সূর্যের নাড়ি-নক্ষত্রের হদিশ দিতে আর কিছুক্ষণেই সৌর সফরে 'আদিত্য'
আর কিছুক্ষণেই সৌর সফর
1/9

অপেক্ষার অবসান, আজ শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে Aditya L1। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দেবে আদিত্য। সময় লাগবে ১২৫ দিন। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। চলছে পূজার্চনাও।
2/9

পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি হ্যালো কক্ষপথে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। তাই তার নাম আদিত্য L1। সূর্য–পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ বিন্দু হল L1।
Published at : 02 Sep 2023 06:08 AM (IST)
আরও দেখুন






















