এক্সপ্লোর
Moon During Day: মাঝে মধ্যে দিনেবেলাতেও আকাশে চাঁদের দেখা মেলে, কেন জানেন কি?
Science News: এই প্রশ্ন আজকের নয়। কী বলছেন বিজ্ঞানীরা? ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

সূর্যের আলো পড়ে এলে, সন্ধের আকাশে উদয় হয় চাঁদের। আবার ভোর হতে হতে সূর্যালোকে ঢাকা পড়ে যায় চাঁদ। দিনের বেলা সূর্য, এবং রাতের আকাশে চাঁদ, এমনটাই দস্তুর। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু কখনও কখনও দিনেরবেলাতেও আকাশে চাঁদকে দেখতে পাওয়া যায়। কখনও পূর্ণ আকারে, কখনও আবার অর্ধেক। কেন এমনটা ঘটে, এই প্রশ্ন নতুন নয়। ছবি: পিক্সাবে।
3/10

দিনের বেলা আকাশে চাঁদের দেখা মেলে কেন, এই প্রশ্ন আজকের নয়। তাই উত্তর খুঁজতে নেমে পড়েন বিজ্ঞানীরা। তাঁদের মতে যে কারণে রাতের আকাশে চাঁদকে দেখে যায়, একই কারণে দিনের বেলাতেও দর্শন মেলে। ছবি: পিক্সাবে।
4/10

বিজ্ঞানীদের মতে, দিনের বেলা আকাশে চন্দ্রদর্শন নির্ভর করে পৃথিবী থেকে উপগ্রহের দূরত্বের উপর। পৃথিবীর যত কাছাকাছি অবস্থান করে চাঁদ, ততই উজ্জ্বল হয়ে ওঠে। ছবি: পিক্সাবে।
5/10

সূর্যের আলোই চাঁদের উপর পড়লে, তা প্রতিফলিত হয়। এর ফলেই চাঁদকে দেখতে পাই আমরা। পৃথিবী থেকে দূরত্ব যত কম হবে, ততই উজ্জ্বল রূপে ধরা দেবে চাঁদ। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান বলেই পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বলতম মহাজাগতিক বস্তু চাঁদ। ছবি: পিক্সাবে।
6/10

সবসময় যদিও দিনের বেলা আকাশে চাঁদকে দেখা যায় না। এর জন্য পৃথিবীর বায়ুমণ্ডল যেমন দায়ী, তেমনই দায়ী চাঁদের গতিচক্রও। পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে, দিন-রাত সর্বক্ষণই চাঁদের দেখা মিলত আকাশে। ছবি: পিক্সাবে।
7/10

পাশাপাশি, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ যখন যেখানে অবস্থান করে, তার উপরও অনেক কিছু নির্ভর করে। অমাবস্যার সময় যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে চাঁদ, চাঁদের উজ্জ্বল দিকটি পৃথিবীর অভিমুখে থাকে না। বরং অন্ধকার দিকটি থাকে। এর ফলে পৃথিবী থেকে চাঁদকে সেই সময় দেখা যায় না। ছবি: পিক্সাবে।
8/10

পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের কণা রয়েছে। এর ফলে সূর্যের আলো পড়লে, তা বিক্ষিপ্ত হয়ে স্বল্প দৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্যে পরিণত হয়, যা নীল বা বেগুনি হয়ে ধরা দেয় আমাদের চোখে। এর ফলেই আকাশের রং নীল বলে ঠাহর হয়। ছবি: পিক্সাবে।
9/10

দিনের বেলা যখন আকাশে চাঁদের দেখা মেলে, এই বিক্ষিপ্ত সূর্যালোক অতিক্রম করতে হয় তাকে। অমাবস্যার সময় বিক্ষিপ্ত সূর্যালোক চাঁদকে ঢেকে দেয়। এর পর ধীরে ধীরে পৃথিবী থেকে দূরত্ব কমতে থাকে চাঁদের। এর ফলে চাঁদের উপর থেকে প্রতিফলিত সূর্যালোক আবারও দৃশ্যমান হতে থাকে। চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত হওয়াতেই দেখা যায়। ছবি: পিক্সাবে।
10/10

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় নক্ষত্রগুলির উজ্জ্বল রূপ দেখতে পাই না আমরা। বরং সূর্যের সামনে সেগুলিকে অনুজ্জ্বল বলেই মনে হয়। এমনকি চাঁদের থেকেও ওই সব নক্ষত্রের ঔজ্জ্বল্য কম বলে মনে হয় পৃথিবী থেকে। বিক্ষিপ্ত সূর্যালোকই এর জন্য দায়ী বলে মত বিজ্ঞানীদের। ছবি: পিক্সাবে।
Published at : 01 Jun 2024 07:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
বিনোদনের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
