এক্সপ্লোর
Moon During Day: মাঝে মধ্যে দিনেবেলাতেও আকাশে চাঁদের দেখা মেলে, কেন জানেন কি?
Science News: এই প্রশ্ন আজকের নয়। কী বলছেন বিজ্ঞানীরা? ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সূর্যের আলো পড়ে এলে, সন্ধের আকাশে উদয় হয় চাঁদের। আবার ভোর হতে হতে সূর্যালোকে ঢাকা পড়ে যায় চাঁদ। দিনের বেলা সূর্য, এবং রাতের আকাশে চাঁদ, এমনটাই দস্তুর। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু কখনও কখনও দিনেরবেলাতেও আকাশে চাঁদকে দেখতে পাওয়া যায়। কখনও পূর্ণ আকারে, কখনও আবার অর্ধেক। কেন এমনটা ঘটে, এই প্রশ্ন নতুন নয়। ছবি: পিক্সাবে।
Published at : 01 Jun 2024 07:50 AM (IST)
আরও দেখুন






















