এক্সপ্লোর
IPL Records: পয়া লক্ষণ! আইপিএলে গত ছ'বছর ধরে যা ঘটে আসছে, এবার হলেই ট্রফি কেকেআরের
KKR vs SRH: আইপিএলে ছুটছে কলকাতা নাইট রাইডার্সের জয়রথ। মঙ্গলবার সানরািজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেলেন নাইটরা।

দুরন্ত ছন্দে কেকেআর। - পিটিআই
1/10

আইপিএলে ছুটছে কলকাতা নাইট রাইডার্সের জয়রথ। মঙ্গলবার সানরািজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেলেন নাইটরা।
2/10

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩৮ বল বাকি থাকতে হায়দরাবাদকে হেলায় হারাল কেকেআর।
3/10

১৬০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে বেঁচে যাওয়া বলের সংখ্যার নিরিখে আইপিএলে এটা দ্বিতীয় বৃহত্তম জয়। এবারের আইপিএলেই লখনউ সুপার জায়ান্টসের ১৬৬ রান তাড়া করতে নেমে ৬২ বল আগে লক্ষ্যপূরণ করেছিল এই হায়দরাবাদ।
4/10

কোয়ালিফায়ার ওয়ান জিতে প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে গেল কেকেআর। ২০১৮ সাল থেকে শেষ ৬ মরশুমে কোয়ালিফায়ার ওয়ান জিতে ফাইনালে গিয়েছে যে দল, তারাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এবার কি পয়া লক্ষণ কেকেআরকে ট্রফি দেবে?
5/10

শ্রেয়স আইয়ার এদিন ২৪ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসাবে চারজনেরই প্লে অফে ২টি করে হাফসেঞ্চুরি আছে।
6/10

এ নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে উঠল কেকেআর। দুবার চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে বেশি ১০ বার আইপিএল ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স খেলেছে ৬ ফাইনাল।
7/10

২৮ বলে ৫১ করে অপরাজিত রইলেন বেঙ্কটেশ আইয়ার। আইপিএলের প্লে অফ পর্বে এটা তাঁর তৃতীয় হাফসেঞ্চুরি।
8/10

শ্রেয়স ও বেঙ্কটেশ - দুই আইয়ারের অবিচ্ছেদ্য ৯৭ রানের পার্টনারশিপই আইপিএলের প্লে অফে কেকেআরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ হল ২০১২ সালের ফাইনালে জাক কালিস ও মনবিন্দর বিসলার ১৩৬ রানের পার্টনারশিপ।
9/10

ম্যাচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন অজ়ি পেসার।
10/10

রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ফাইনাল খেলবে কেকেআর। এই মাঠেই ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। - পিটিআই
Published at : 21 May 2024 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
