এক্সপ্লোর
Tokyo Olympics Winners: দেশে ফিরলেন অলিম্পিক্সে পদকজয়ীরা, বিমানবন্দরে রাজকীয় সম্বর্ধনা

Indian Athletes Neeraj Chopra, Bajrang Punia and other Indian Olympics winners grand welcome
1/8

দেশে ফিরলেন অলিম্পিক্সের পদকজয়ীরা। বিমানবন্দর থেকে অশোক হোটেল-রাজকীয় সম্বর্ধনা। সোনার মেডেল বাবা-মায়ের গলায় পরিয়ে দিলেন নীরজ চোপড়া।
2/8

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর সন্দীপ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খেলোয়াড়দের স্বাগত জানালেন বিমানবন্দরে। এই প্রতিনিধিদলে ছিলেন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও। বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হল নীরজ চোপড়া, বজরং পুনিয়াদের। পদকজয়ীদের এক ঝলক দেখতে ভিড় উপচে পড়ে দিল্লি বিমানবন্দরের বাইরে।
3/8

ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে সোনার পদক জয় করে ইতিহাস গড়েছেন নীরজ।
4/8

দিল্লি বিমানবন্দরে অনুরাগীরে বজরং পুনিয়াকে কাঁধে তুলে নেন। তিনি হাত নাড়িয়ে তাঁদের অভিবাদন স্বীকার করেন। অলিম্পিক্সে চোট পেয়েও ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
5/8

দীপেন্দ্র সিংহ হুডার সঙ্গে বজরং পুনিয়া।
6/8

বিমানবন্দরে কুস্তিগীর রবি দাহিয়া। তিনি এবার রুপোর পদক জিতেছেন।
7/8

এবার অলিম্পিক্সে দেশের মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ পারফরম্যান্স করেছেন। বক্সার লভলিনা বর্গোঁহাই তাঁদের মধ্যে একজন। তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন
8/8

কুস্তিগীর দীপক পুনিয়াকেও বিপুল অভ্যর্থনায় দেশে স্বাগত জানানো হয়।
Published at : 09 Aug 2021 11:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
