পার্বত্য রাজ্যগুলিতে শীতের সময় পর্যটকরা বরফের আশাতেই যান। তুষারপাত হলে তাঁরা আনন্দ উপভোগ করেন। ফলে, এবছর, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডে পর্যটকদের আনাগোনা প্রচুর বৃদ্ধি পেয়েছে।
2/8
হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতের ফলে সেখানে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন আরও তুষারপাত হবে।
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, পশ্চিম হিমালয় অঞ্চলে অতি মাত্রায় তুষারপাত হবে। যে কারণে, রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়া ঠান্ডা হবে। অবশ্যে এর জন্য দিল্লিতে দূষণও বেড়ে গিয়েছে।
4/8
তুষারপাতের ফলে বহু পর্যটক মানালিতে আটকে পড়েছেন। অনেক জায়গায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত। তবে, এসবের মধ্যেও বরফে দারুন মজা করছেন পর্যটকরা।
5/8
ছবি দেখেই বোঝা যাচ্ছে, কী পরিমাণ বরফ পড়েছে। গোটা হিমাচল প্রায়ই শ্বেতশুভ্র হয়ে গিয়েছে। সব রাস্তা ঢেকে গিয়েছে। চারদিকে শুধুই বরফের চাদর।
6/8
তুষারপাতের ফলে চাম্বায় প্রায় ১ ডজন রাস্তা বন্ধ। বরফ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। আশা, শীঘ্রই যানবাহন চলাচলের যোগ্য করে তোলা হবে রাস্তাগুলি। কয়েকটি পর্যটনস্থলকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে প্রশাসন। সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
7/8
মানালি ও কুলু উপত্যকায় প্রচন্ড তুষারপাত হচ্ছে। চারদিকে বরফের চাদর দেখা যাচ্ছে। এই নৈসর্গিক দৃশ্য দারুন উপভোগ্য। বাড়ির সামনের দালানও বরফের চাদরে মুড়ে গিয়েছে।
8/8
হিমাচল প্রদেশের কিন্নৌর, কুলু এবং মানালিতে গত কয়েকদিনে প্রচন্ড তুষারপাত হচ্ছে। যার জন্য একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেক জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল তুষারপাতের ফলে তাপামাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে।