Aditya-L1: সূর্য-সফরে একের পর এক সাফল্য, শক্তি উৎপাদনের প্রথম ধাপ পার
Aditya-L1, Sun Mission: সকাল ১১ট ৫০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে সূর্য সফরে পাড়ি দিয়েছে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌর অভিযান
নয়া দিল্লি: চন্দ্রযানের (Chandrayaan) পর শনিবার ফের সাফল্য দেখল ইসরো (ISRO)। শ্রীহরিকোটা থেকে সফলভাবে সূর্যের উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল ওয়ান (Aditya-L1)। সকাল ১১ট ৫০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে সূর্য সফরে (Sun Mission) পাড়ি দিয়েছে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌর অভিযান। ইসরোর তরফে জানান হয়েছে, উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে আদিত্য।
শেষ আপডেট অনুযায়ী, আদিত্য এল-ওয়ান শক্তি উৎপাদনের কাজটিও ঠিকমতো শুরু করে দিয়েছে। সোলার প্যানেলগুলিও সঠিকভাবে কাজ শুরু করে দিয়েছে। সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে নিজের কাজ চালাবে আদিত্য।
Aditya-L1 started generating the power.
— ISRO (@isro) September 2, 2023
The solar panels are deployed.
The first EarthBound firing to raise the orbit is scheduled for September 3, 2023, around 11:45 Hrs. IST pic.twitter.com/AObqoCUE8I
ইসরোর তরফে জানান হয়েছে, প্রথমেই সূর্যের পাড়ায় প্রবেশ সম্ভব নয়। প্রথমে পৃথিবীর কক্ষপথে বেশ কয়েকবার ঘুরে এরপর সূর্যের দিকে এগিয়ে যাবে সে। সূর্যের কাছাকাছি পৌঁছে সেখানকার করোনা স্তর এবং বায়ুমণ্ডলীয় স্তরের খবরাখবর নিয়ে ইসরোকে জানাবে সে।
আরও পড়ুন, সেঞ্চুরি পার রোভারের, চন্দ্রপৃষ্ঠে ১০০ মিটার সফর করেছে 'প্রজ্ঞান', চালু রয়েছে যাত্রা
Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO তাদের পরবর্তী মিশন Aditya-L1-এর জন্য শেষ মুহূর্তের মহড়ায়। সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারতের এটাই প্রথম মহাকাশভিত্তিক পর্যবেক্ষণ হতে চলেছে। PSLV-C57 রকেটের মাধ্যমে এর উৎক্ষেপণ হবে।