Long March 2-C rocket: উৎক্ষেপণের পর আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ, তার পর তীব্র বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
Viral Video: চিন এবং ফ্রান্স মিলে শনিবার Long March 2-C রকেটটি উৎক্ষেপণ করে।
নয়াদিল্লি: আকাশ থেকে খসে পড়ল রকেটের অংশ বিশেষ। তার পর তীব্র শব্দে বিস্ফোরণ ঘটল। চিনের বসতি এলাকায় ঘটল এই ঘটনা, যা ক্যামেরাবন্দি করেছেন সেখানকার বাসিন্দারা। মহাকাশে পাঠানো হচ্ছিল রকেটটিকে। উড়ানের কিছুক্ষণ পরই তার অংশ বিশেষ খসে পড়ে বলে জানা গিয়েছে। (Long March 2-C rocket)
চিন এবং ফ্রান্স মিলে শনিবার Long March 2-C রকেটটি উৎক্ষেপণ করে। শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ভোর ৩টে নাগাদ স্পেস ভেরিয়েবল মনিটর মহাকাশযানের সঙ্গে সেটির উৎক্ষেপণ হয়। রকেটটি ছিল আসলে বুস্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই তার কিছুটা অংশ খসে পড়ে দেশের বসতি এলাকায় এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা গিয়েছে, আকাশ থেকে হলুদ ধোঁয়ার একটি রেখা দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে, যার অগ্রভাগে রয়েছে রকেটের অংশ। বাড়িঘর, গাছপালার মধ্যেই আছড়ে পড়ে রকেটের ওই অংশ এবং বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রকেটটিকে আকাশ থেকে নেমে আসতে দেখেই ছুটতে শুরু করেন লোকজন এবং ছোটরা। দূর থেকে সেটিকে আছড়ে পড়তে দেখেন তাঁরা।
🙀 Behind the scenes of SVOM launch https://t.co/Fcc0OAY3ac pic.twitter.com/5fiM4oz2GY
— China 'N Asia Spaceflight 🚀𝕏 🛰️ (@CNSpaceflight) June 22, 2024
Long Marh 2-C রকেটে নাইট্রোজেন টেট্রোক্সাইড এবং আনসিমেট্রিক্যাল ডাইমিথাইলহাইড্রাজিন ব্যবহৃত হয়েছিল, যা মানবশরীরের জন্য বিষের সমান। তাই বসতি এলাকায় রকেটের ওই অংশ ভেঙে পড়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। ওই বিষাক্ত গ্যাস মানুষের শরীরে প্রবেশ করার ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: Sunita Williams: মসৃণ ছিল না যাত্রা, এখন ফিরতে গিয়েও বিপত্তি, মহাকাশে আটকে গেলেন সুনীতা উইলিয়ামস
রকেটের অংশ বিশেষ খসে পড়লেও মহাকাশযান উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানিয়েছে চিন। এযাবৎকালীন সবচেয়ে শক্তিশালী মহাকাশযান হিসেবে Long March 2-Cটিকে চিহ্নিত করেছে তারা। বহুদূরের নক্ষত্রের বিস্ফোরণও সেটি ক্যামেরাবন্দি করতে পারে বলে জাাননো হয়েছে। মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে গিয়েছে বলে খবর।
🚀 Liftoff at 07:00UTC on June 22, Long March 2C launched Space Variable Objects Monitor (SVOM) X-ray telescope from Xichang. https://t.co/rFJyvrWiUo pic.twitter.com/mgf7jkgdG4
— China 'N Asia Spaceflight 🚀𝕏 🛰️ (@CNSpaceflight) June 22, 2024
🚀 Liftoff at 07:00UTC on June 22, Long March 2C launched Space Variable Objects Monitor (SVOM) X-ray telescope from Xichang. https://t.co/rFJyvrWiUo pic.twitter.com/mgf7jkgdG4
— China 'N Asia Spaceflight 🚀𝕏 🛰️ (@CNSpaceflight) June 22, 2024
চিনের National Space Administration জানিয়েছে, গামা রে-র বিস্ফোরণ থেকে মহাজাগতিক বস্তুসমূহ নিয়ে গবেষণা চালাবে Long March 2-C মহাকাশযানটি। মহাকাশ সম্বন্ধীয় গবেষণার পথও আগামী দিনে এতে প্রশস্ত হবে বলে দাবি চিনা বিজ্ঞানীদের। এই প্রথম মহাকাশ গবেষণায় যৌথ ভাবে অংশ নিল চিন এবং ফ্রান্স। মহাকাশ গবেষণায় যে চিনের আধিপত্য ক্রমশ বাড়ছে, তার ইঙ্গিত মিলছে। চলতি মাসের শুরুতেই তাদের Chang'e-6 মহাকাশ যান চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহে সফল হয়। ২৫ জুন সেই নমুনা পৃথিবীতে এসে পৌঁছনোর কথা। চিনই প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করতে সফল হল।