Aus vs S Africa Preview: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মঙ্গলবার ২ হেভিওয়েটের লড়াই, অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা ম্যাচে এগিয়ে কারা?
Champions Trophy 2025: দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে। অস্ট্রেলিয়ার লড়াইটা ছিল তুলনায় কঠিন। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

রাওয়ালপিণ্ডি: দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে। অস্ট্রেলিয়ার লড়াইটা ছিল তুলনায় কঠিন। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইংল্যান্ড। যারা আবার প্রথম ব্যাট করে ৩৫১ রান তুলে দিয়েছিল। তবু জশ ইংলিসের সেঞ্চুরির সুবাদে ইংরেজদের হারিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে যে দল জিতবে, সেমিফাইনাল নিশ্চিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫২ তাড়া করে জেতার পর অস্ট্রেলীয় শিবির টগবগে। কারণ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। ইংলিসও নজির গড়েছেন। অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ অস্ট্রেলীয় হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করলেন তিনি।
মঙ্গলবাররে ম্যাচে টস জিতলে প্রথমে ব্যাট করে নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা। কারণ, পরিসংখ্যান বলছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ১২টি ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করেছে, তার মধ্যে মাত্র ২টিতে হেরেছে। যার মধ্যে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালও রয়েছে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা - দুই দলেরই টুর্নামেন্টের আগের পর্বটা ভাল কাটেনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বড় জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছে দুই শিবির। প্রথম ম্যাচে দুই দলেরই ব্যাটাররা ছিলেন দুরন্ত ছন্দে। রাওয়ালপিণ্ডির ব্যাটিং সহায়ক পিচে ফের একদিন বোলারদের অগ্নিপরীক্ষা দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সেঞ্চুরির পরই বিশেষ উপহার পেলেন কোহলি, মাঠে না থেকেও মন জিতলেন কে?
এমনিতেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে ছাড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বেশ দুর্বল। অন্যদিকে, অনরিক নখিয়া ও জেরাল্ড কোয়েৎজে ছিটকে যাওয়ায় জোরাল ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকাও।
যে দল মঙ্গলবার জিতবে, গ্রুপ বি-র শীর্ষে উঠে আসবে।
A riveting cricketing rivalry is reignited in Group B of the #ChampionsTrophy as Australia take on South Africa 👊
— ICC (@ICC) February 24, 2025
Match Preview ⬇https://t.co/3lzOkENzP4 a
প্রথম ম্যাচে যেখানে বোলারদের দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হচ্ছিল, অস্ট্রেলিয়ার নাথান এলিস ওভার প্রতি ৬ রানেরও কম খরচ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি দলের তুরুপের তাস হতে পারেন।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
