Ravichandran Ashwin: বোলিং করেই পেট চলে, সেঞ্চুরি করেও ব্যাটিংকে ধ্যানজ্ঞান ভাবছেন না কিংবদন্তি ক্রিকেটার
India vs Bangladesh: অশ্বিন ব্যাটার হিসাবে নয়, নিজের পরিচয় দিতে চান বোলার হিসাবেই। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হর্ষ ভোগলের প্রশ্নে অশ্বিন মনে করিয়ে দেন, বোলিংই তাঁর রুজিরুটি।
চেন্নাই: তাঁর নিজের শহর। ঘরের মাঠ। যে মাঠে খেলে ক্রিকেট মহাকাশে তাঁর উত্থান। চেন্নাইয়ের সেই এম এ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে আর অশ্বিনই নায়ক। প্রথম ইনিংসে ব্যাট হাতে চাপের মুখে সেঞ্চুরি। তারপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট। ম্যাচের সেরাও হয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)।
টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে আগেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অশ্বিন। চেন্নাইয়ে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে সেঞ্চুরি তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরান। চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে স্কোর যখন ছিল ১৪৪/৬, অনেকে আশঙ্কা করেছিলেন দুশোর মধ্যে না অল আউট হয়ে যায় ভারত, তখনই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। সপ্তম উইকেটে দুজনে ১৯৯ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
যদিও অশ্বিন ব্যাটার হিসাবে নয়, নিজের পরিচয় দিতে চান বোলার হিসাবেই। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হর্ষ ভোগলের প্রশ্নে অশ্বিন মনে করিয়ে দেন, বোলিংই তাঁর রুজিরুটি। বল করেই তাঁর পেট চলে।
A special game calls for a special conversation 💙@ashwinravi99's family in a heartwarming interaction with him post Chepauk heroics.
— BCCI (@BCCI) September 22, 2024
P.S. - Ashwin has a gift for his daughters on this #DaughtersDay.
Watch 👇👇#INDvBAN | @IDFCFIRSTBank | @prithinarayanan pic.twitter.com/4rchtzemiz
অশ্বিন বলেন, 'প্রথম দিনের ইনিংসটা স্পেশ্যাল ছিল। দ্বিতীয় দিন পর্যন্ত যে পার্টনারশিপ চালিয়ে গিয়েছিলাম। ভাল লাগছে দ্বিতীয় ইনিংসে কয়েকটা উইকেটও পেয়েছি বলে। বল করেই আমার সংসার চলে। তাই আমার কাছে বোলিং সব সময় আগে।'
আরও পড়ুন: টানা ১৪ ওয়ান ডে জয়ে নজির অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে ধাক্কা
বোলিং যে ব্যাটার হিসাবে তাঁর উন্নতিকে বড় ভূমিকা নিয়েছে, জানিয়েছেন অশ্বিন। বলেছেন, 'আমি বোলারের মতোই চিন্তাভাবনা করি মূলত। তবে ব্যাটিং করতে যখন নামি তখন ব্যাটার হিসাবেই সব কিছু ভাবি। ব্যাটিং এমন একটা জিনিস যেটা সহজাতভাবে আসে। তবু মাঝে মধ্যে সমস্যায় পড়ি কারণ আমি অনেক এগিয়ে থেকে চিন্তাভাবনা করি। সেটা সামলানোর চেষ্টা করেছি। গত কয়েক বছরে ব্যাটিং ও বোলিং - দুইয়েই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। তবে এখনও এ নিয়ে কাজ করে চলেছি।'
আরও পড়ুন: ২৮০ রানে জয়, অশ্বিন-জাড্ডু ভেল্কিতে সাড়ে তিনদিনে বাংলাদেশকে দুরমুশ করল ভারত