FIFA WC 2022: কান্নায় ভেঙে পড়া নেমারকে সান্ত্বনা খুদে ক্রোয়েশিয়া সমর্থকের, ভাইরাল হল ভিডিও
Neymar: ব্রাজিলের তারকা ফুটবলার নেমার ক্রোয়েশিয়া ম্য়াচে জাতীয় দলের জার্সি গায়ে নিজের ৭৭তম গোল করে সেলেসাওয়ের হয়ে পেলের সর্বকালীন গোলের রেকর্ড স্পর্শ করেন।
দোহা: আরও এক বিশ্বকাপ, আবারও স্বপ্নভঙ্গ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে হেরে বিশ্বকাপের (FIFA WC 2022) কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলকে (Brazil vs Croatia)। অতিরিক্ত সময়ে ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ার পর ৪-২ ব্যবধানে পেনাল্টিতে ম্যাচ জিতে নেয় ক্রোটরা। ব্রাজিলের তারকা ফুটবলার নেমার (Neymar Jr) এদিন জাতীয় দলের জার্সি গায়ে নিজের ৭৭তম গোল করে সেলেসাওয়ের হয়ে পেলের সর্বকালীন গোলের রেকর্ড স্পর্শ করলেও, শেষমেশ অশ্রুজলে মাঠ ছাড়লেন।
নেমারকে সান্ত্বনা
বিশ্বকাপ জয় যে কোনও ফুটবলারেরই স্বপ্ন। আর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কষ্টের সঙ্গে হয়তো আর কিছুরই তুলনা করা চলে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ম্য়াচ হাতছাড়া হওয়ায় তাই কান্নায় ভেঙে পড়েন নেমার। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় দলের অভিজ্ঞতম ফুটবলার দানি আলভেসকে। তবে আলভাসের পাশাপাশি ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার জার্সি পরিহিত এক বালকও ছুটে গিয়ে নেমারের উদ্দেশে সান্ত্বনা জানান। দলের সেমিফাইনালে পৌঁছনোর পরেও প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি এত অল্প বয়সেই খুদের এই ব্যবহার নেটিজেনদের মন জিতে নিয়েছে।
Ivan Perisic's son, Leo, ran over to console Neymar after the match 😢
— Eduardo Colín (@LE_CoLiN) December 9, 2022
Sports. ❤️#Qatar2022 #FIFAWorldCup #Brasil #neymarjr #Neymar #Croatia #CroaciaVsBrasil pic.twitter.com/kT7pNePbNj
স্পোটর্সম্যান স্পিরিট
ওই বালকের আসল পরিচয় জানেন? তিনি ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ইভান পেরিসিচের ছেলে লিও। নেমার প্রত্যুত্তরে লিওর সঙ্গে হাত মেলানোর পাশাপাশি তাঁকে জড়িয়েও ধরেন। প্রসঙ্গত, এদিন মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দলের তারকাদের মধ্যেকার স্পোটর্সম্যান স্পিরিটও সকলেরই নজর কাড়ে। প্রথমার্ধ শেষে দুই প্রাক্তন সতীর্থ লুকা মদ্রিচ ও ক্যাসেমিরো জার্সি বদল করেন। পেনাল্টি শ্যুট আউটের পরে মদ্রিচকে তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ তথা ব্রাজিলের উঠতি তারকা রদ্রিগোর কাঁধে সান্ত্বনার হাত রাখতে দেখা যায়।
এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার শেষ চারে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবার পেনাল্টি শ্যুট আউটে হার ব্রাজিলের। ক্রোয়েশিয়া। সর্বাধিক ৪ বার পেনাল্টিতে জয় পেল ক্রোয়েশিয়া। তাদের সঙ্গে একই তালিকায় রয়েছে আর্জেন্তিনা, জার্মানি। আর গোটা ম্যাচে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের কথা না বললেই নয়। গোটা ম্যাচে মোট ১২টি সেভ করেছেন তিনি। এর আগে জাপানকেও টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন মদ্রিচরা। সেই ম্যাচেও নায়ক হয়েছিলেন ক্রোয়েশিয়ার এই তরুণ গোলরক্ষক।
এদিন অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ার পর ৭ মিনিটের মধ্যে ফের সমতা ফেরায় ক্রোটরা। টাইব্রেকারে রডরিগোর শট বাঁচিয়ে দেন লিভাকোভিচ। অন্যদিকে মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। এরপরই ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে ১০৫ মিনিটে পাকুয়েতার সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে দুর্দান্ত গোল করেন নেমার। ১১৭ মিনিটের মাথায় পাল্টা গোল করে খেলা জমিয়ে দেন ব্রুনো পেতকোভিচ।
আরও পড়ুন: বিশ্বকাপে নেমারদের স্বপ্নভঙ্গের পরই পদত্যাগ ব্রাজিল কোচ তিতের