IND vs SA Innings Highlights: বুমরার তাণ্ডবের সামনে একা কুম্ভ হয়ে লড়াই মারক্রামের, ভারতের সামনে জয়ের লক্ষ্য ৭৯
Aiden Markram: দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন যশপ্রীত বুমরা। ৬১ রানে ৬ উইকেট নিলেন আমদাবাদের ফাস্টবোলার। টেস্টে এক ইনিংসে নবমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুম বুম বুমরা।
কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তছনছ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হায়দরাবাদের পেসারের দাপটে ঘরের মাঠে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যা টেস্টে প্রোটিয়াদের সর্বনিম্ন ইনিংস।
দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৬১ রানে ৬ উইকেট নিলেন আমদাবাদের ফাস্টবোলার। টেস্টে এক ইনিংসে নবমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুম বুম বুমরা। তাঁর ধাক্কায় ১৭৬ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। এদিন মহম্মদ শামিকে পেরিয়ে গেলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ৩৫ উইকেট ছিল শামির। বুমরার উইকেট সংখ্যা দাঁড়াল ৩৮। ভারতীয় বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের। ৪৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ৪৩ উইকেট রয়েছে জাভাগাল শ্রীনাথের। পাশাপাশি শ্রীনাথের একটি রেকর্ডও স্পর্শ করলেন বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ৩বার ইনিংসে পাঁচ উইকেট ছিল শ্রীনাথের। সেই নজির স্পর্শ করলেন বুমরা।
আর বুমরার সেই তাণ্ডবের সামনে একা কুম্ভ হয়ে লড়াই করলেন এইডেন মারক্রাম। প্রথম দিন যিনি ৩৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন আগ্রাসী সেঞ্চুরি করলেন। ১০৩ বলে ১০৬ রান করলেন মারক্রাম। তাঁর রান বাদ দিলে দক্ষিণ আফ্রিকা বাকি ৯ উইকেটের বিনিময়ে তুলেছে মাত্র ৭০ রান।
Lunch on Day 2!
— BCCI (@BCCI) January 4, 2024
South Africa are all out for 176 runs in 2nd innings.#TeamIndia need 79 runs to win the 2nd Test.
Jasprit Bumrah picks up six wickets.
Scorecard - https://t.co/j9tTnGM2rn #SAvIND pic.twitter.com/xFA25tugvU
সব মিলিয়ে ভারতের চেয়ে ৭৭ রানের লিড নিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জিততে হলে রোহিত শর্মাদের তুলতে হবে ৭৯ রান।
ভারতীয় বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি। তবু তফাত গড়ে দেন মারক্রাম। অন্য দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছে দেখে তিনি আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন। টেস্টে দক্ষিণ আফ্রিকার পঞ্চম দ্রুততম সেঞ্চুরি এটি।
আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে