Amit Mishra On IAS officer: টমাস কাপজয়ী ভারতীয় দলকে অসম্মান, আইএএস অফিসারকে একহাত নিলেন অমিত মিশ্রা
Amit Mishra Slam: সেখানে দেখা যাচ্ছে যে একজন আইএস অফিসার শ্রীকান্ত, লক্ষ্যদের জয়কে খাটো করে পোস্ট করেছেন। সেই পোস্ট নজর এড়ায়নি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রার।
মুম্বই: ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছে ভারতীয় দল। সম্প্রতি ইন্দোনেশিয়াকে (Indoneshia) হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয় ভারত। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা বয়ে গিয়েছে। তবে সোশ্য়াল মিডিয়ায় একটি ট্যুইট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একজন আইএস অফিসার শ্রীকান্ত, লক্ষ্যদের জয়কে খাটো করে পোস্ট করেছেন। সেই পোস্ট নজর এড়ায়নি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রার। তিনি পাল্টা একহাত নেন সেই আইএএস অফিসারের।
কী পোস্ট করেছিলেন সেই আইএএস অফিসার?
সোমেশ উপাধ্যায় নামে সেই আইএস নিজের ট্যুইটারে একটি ব্যাডমিন্টনের ছবি পোস্ট করে লিখেছিলেন যে, ''ইন্দোনেশিয়ানরা সত্যিই অবাক যে কীভাবে ভারতীয়রা ওদের থেকে বেশি ভাল ব্যাডমিন্টন খেলতে পারল।'' অমিত মিশ্রা সেই ট্যুইটটি রি-ট্যুইট করে পাল্টা পোস্টে লিখেছেন, ''এটা শুধু একটি অসম্মানজনক পোস্টই নয়, এই পোস্টের মাধ্যমে ভারতীয় ব্যাডমিন্টন দলের সাফল্যও ছোট করে দেওয়া হল।''
This is not only distasteful but also insulting the achievement of our badminton heroes. https://t.co/QFWWKKw55t
— Amit Mishra (@MishiAmit) May 16, 2022
উল্লেখ্য, তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দিল।
টমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।
তার আগে রবিবার ফাইনালে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দিলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রথম গেম ৮-২১ ব্যবধানে হেরে গেলেও দুরন্ত প্রত্যাঘাত করলেন ভারতীয় শাটলার। ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার পর সকলের নজর ছিল কিদাম্বির দিকে। তিনি জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচের আর দরকার হয়নি।
প্রথম ম্যাচ ছিল লক্ষ্যর। কোর্টে নামার আগে থেকেই ভারতীয় শিবির উত্তেজনায় ফুটছিল। যা খেলোয়াড়দের শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল। খেলোয়াড়দের দেশের নামে জয়োধ্বনি করতে শোনা যায়।