(Source: ECI/ABP News/ABP Majha)
Hoy Ma Noy Bouma: শ্যুটিংয়ের অবসরে নেপথ্য গল্প শোনালেন নীলাঙ্কুর আর মনীষা। ABP Ananda Live
ABP Ananda Live: তির ছুঁড়ে লক্ষ্যভেদ করে সাফল্যের শিখরে পৌঁছোতে চায় রাঙামতি। তিরন্দাজির প্রেক্ষাপটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাঙামতি তিরন্দাজ। শ্যুটিংয়ের অবসরে নেপথ্য গল্প শোনালেন নীলাঙ্কুর আর মনীষা।
কলকাতার রাস্তার রকমারি খাবারের পশরা। রসনাবিলাসীরা যদি স্বাদ-সন্ধানে বেরিয়ে কলকাতার রাস্তায় হাঁটেন, তাহলে পদে পদে গতি কমতে বাধ্য। কোন খাবার ছেড়ে কোন খাবারে মন দেবেন?
স্ট্রিট ফুডের প্রেমে, রসনাবিলাসে বেরিয়ে মৈনাক কোন কোন খাবার বাছলেন? দেখুন। ব্যাগের সমীকরণ বিগড়ে গেলেই বিপদ। শ্যুটিংয়ের আগে সাজঘরে পৌঁছে ব্যাগ থেকে দরকারি জিনিসগুলো বার করে গুছিয়ে না রাখলে চলবে কী করে? হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ প্রাচী বনশল সাজঘরে বসে শোনালেন তাঁর ব্যাগ বৃত্তান্ত।ক্যামেরার লেন্সে নিজেকে নতুন করে আবিষ্কারের আনন্দই আলাদা। রোজকার চেনা লুকের একঘেঁয়েমি কাটিয়ে মেঘা আর নীহারিকা ভোল বদলালেন ফোটোশ্যুটে। কেমন হল দুই তারকার নতুন লুক?
স্বপ্নের দুনিয়াটা নানা রঙে রঙিন। জীবনের ধূসরতা মুছে স্বপ্নই তো আলোর পথ দেখায়। ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-র গল্পেও এই বার্তাই তো আছে। সাজঘরে বসে নতুন ধারাবাহিকের সফর কাহিনি শোনালেন তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দে।