BudgetSession2024:মিলবে আয়করে স্বস্তি?থাকবে কর্মসংস্থানের দিশা?বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
ABP Ananda LIVE: আজ তৃতীয় মোদি সরকারের(modi government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট(budget session 2024)। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কী চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।
শক্তিগড়ে ল্যাংচাকাণ্ডে দায়ের করা হল এফআইআর। শক্তিগড় থানায় এফআইআর দায়ের করা হল ফুড সেফটি অফিসারের তরফে। ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক ধরে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়। যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছে ব্যবসায়ীদের একাংশ। মাটিতে বিরাট গর্ত...তারই মধ্যে ঢালা হচ্ছে বস্তা বস্তা ল্যাংচা! মাটির নীচে ঢালার সময় আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ল্য়াংচা। পা দিয়ে সেগুলোই আবার গর্তের ভিতর ঠেলে দিচ্ছেন পুলিশকর্মী। বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে ল্যাংচা পোঁতার জন্য চলছে বিরাট কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের দু পাশে বড় বড় দোকান। শো কেসে থরে থরে সাজানো, নানারকমের, নানা সাইজের ল্যাংচা। সম্প্রতি শক্তিগড়ে ল্যাংচার দোকানগুলিতে যৌথ অভিযান চালায়...স্বাস্থ্যদফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায় দোকানের রান্নাঘরে মেঝেতে ছড়িয়ে রাখা হাজার হাজার ল্যাংচা!