IPL 2025: নিলামে অবিক্রিত থাকলেও আইপিএলে খেলতে নামবেন শার্দুল ঠাকুর! কিন্তু কীভাবে?
Shardul Thakur: শার্দুল ঠাকুর একেবারে শুরু থেকে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনুশীলন সারছিলেন।

নয়াদিল্লি: আইপিএলের নিলামে সকলকে বেশ খানিকটা চমকে দিয়ে অবিক্রিতই থেকে যান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তবে ভাগ্যের ফেরে এবারের আইপিএল সংস্করণে (IPL 2025) কিন্তু তারকা অলরাউন্ডারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক কী ভাবে?
কোনও খেলোয়াড় আইপিএল নিলামে অবিক্রিত থাকলেও, পরবর্তীতে কোনও তারকা চোটের কবলে পড়লে তাঁর বদলি হিসাবে সে ক্রিকেটার টুর্নামেন্টে খেলতেই পারেন। ঠিক এই সুযোগটাই পেতে চলেছেন শার্দুল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ফাস্ট বোলার মহসিন খান (Mohsin Khan) এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। তিনি এসিএলে চোট পান এবং এর জেরেই বিগত তিন মাসে কোনও ধরনের ক্রিকেটই খেলতে পারেননি তারকা ফাস্ট বোলার। চোট একটু ঠিক হওয়ায় লখনউ সুপার জায়ান্টসের নেটে মহসিন বল করতে নামলেই ফের একবার পেশিতে টান লাগে তাঁর। এরপর থেকে তিনি বোর্ডের সেন্টর অফ এক্সিলেন্সে নিজের চোট সারানোর জন্যই কসরত করছেন। তবে মহসিনকে ঘিরে অনিশ্চয়তা অব্যাহত। সেই কারণে বাধ্য হয়েই বিকল্প পথ বেছে নিতে হচ্ছে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজিকে।
এখনও কোনওরকম সরকারি ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে মহসিনের পরিবর্ত হিসাবে লখনউ ফ্র্যাঞ্চাইজিতে শার্দুল ঠাকুর যোগ দিতে চলেছেন। মুম্বইয়ের তারকা অলরাউন্ডার একেবারে শুরু থেকেই ঋষভ পন্থের নেতৃত্বাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন। তাঁকেই এবার মহসিনের বদলি হিসাবে নিশ্চিত করতে চলেছে লখনউ। সরকারি ঘোষণা না হলেও, শার্দুলকে এই বিষয়ে ইতিমধ্যেই অবগত করে দেওয়া হয়েছে বলে খবর। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে তিনিও লখনউ দলের সঙ্গেই সফর করবেন বলে খবর।
লখনউ দলের একাধিক তারকা ভারতীয় ফাস্ট বোলার রয়েছেন। তবে চোট আঘাতে তাঁরা জর্জরিত। মহসিন ছাড়া আরেক তারকা ফাস্ট বোলার আবেশ খানও দলের সঙ্গে এখনও যোগ দেননি। তবে আবেশ হাঁটুর চোট সারিয়ে উঠেছেন। এছাড়া দলের আরও দুই ভারতীয় ফাস্ট বোলার আকাশ দীপ এবং ময়ঙ্ক যাদবও এখনও সেন্টর অফ এক্সিলেন্সে নিজেদের সম্পূর্ণ ফিট করার জন্য কাজ চালাচ্ছেন।
আকাশ দীপের ক্ষেত্রে বিষয়টা ইতিবাচক হলেও, ময়ঙ্ককে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ২২ বছর বয়সি তরুণ তুর্কি গত অক্টোবর মাস থেকে কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলতে পারেননি। ফলে তিনি কতটা ম্যাচ ফিট এবং কবে থেকে আইপিএলে খেলতে পারবেন, আদৌ পারবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েইছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
