Ranbir Kapoor: পুরোহিত নিয়ে হাজির পাত্রী, হয়ে গেল বিয়ে ও! আলিয়ার আগেও সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর!
Ranbir Kapoor on Marriage: রণবীরের বাড়ির সামনে হামেশাই অনুরাগীদের ভিড় লেগে থাকে। অভিনেতাকে একবার দেখার জন্য তাঁর বাড়ির সামনে আসেন কত অনুরাগী।

কলকাতা: নায়ক মানেই তাঁর যেন স্বপ্নে বসবাস। তাঁকে ছোঁয়ার আসায়, একবার চোখের দেখা দেখার আশায় সাধারণ মানুষ কত কিই না করে। ঠিক যেমন শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ির সামনে দিনের পর দিন অপেক্ষা করেন সাধারণ মানুষ, তেমনটা ঘটে অন্যান্য তারকাদের ক্ষেত্রেও। ঠিক তেমনই একবার একটা ঘটনা ঘটেছিল রণবীর কপূরের (Ranbir Kapoor) ক্ষেত্রেও। তাঁর নাকি একবার কার্যত বিয়েই হয়ে গিয়েছিল এক অনুরাগিনীর সঙ্গে! রীতিমতো অগ্নিসাক্ষী করে! কী হয়েছিল রণবীরের সঙ্গে? সদ্য একটি টক শো-তে এসে সেই কথাই বলেছেন রণবীর!
রণবীরের বাড়ির সামনে হামেশাই অনুরাগীদের ভিড় লেগে থাকে। অভিনেতাকে একবার দেখার জন্য তাঁর বাড়ির সামনে আসেন কত অনুরাগী। আর একবার এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন এক অনুরাগী। রণবীর পরে সেই কথা জানতে পেরেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীদের কাছ থেকে। একবার এক অনুরাগিনী নাকি রণবীরের বাড়িতে হাজির হন, পুরোহিত নিয়ে। দাবি ছিল, তিনি নাকি রণবীরকে বিয়ে করতে চান। কিন্তু রণবীরের দেখা মেলে না। ফলে সেই অনুরাগী, রণবীরের গেটের সঙ্গেই অগ্নি সাক্ষী করে বিয়ে সারেন। রণবীর মজা করে বলেন, আলিয়া যে তাঁর প্রথম স্ত্রী এমনটা নয়। আগেই এক মহিলার সঙ্গে নাকি তাঁর এভাবেই বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু রণবীর সেই মহিলাকে কখনও দেখেননি।
সদ্য, আলিয়া রাহার ছবি তোলার থেকে বিরত থাকতে বলেছিলেন অনুরাগীদের। আলিয়ার কথায়, এখন সবার হাতেই ফোন আছে। ফলে যে কেউ রাহার ছবি তুলতেই পারেন। এতে তাঁরা কিছু করতে পারবেন না। তবে রাহার সুরক্ষা ভাবায় আলিয়া ও রণবীরকে। তাঁরা আলোকচিত্রী ও সাংবাদিকদের নিজেদের পরিবারের মতোই মনে করেন। সেই কারণে তাঁরা পাপারাৎজিদের কাছে অনুরোধ করতে পারেন রাহার ছবি না তোলার জন্য। সদ্য সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলার ঘটনায় কার্যত নড়ে গিয়েছিল বলিউড। তারপর থেকেই সুরক্ষার দিকে বাড়তি নজরদারি করছেন তাঁরা। সেই তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া ও রণবীরও। সেই কারণেই আলিয়া সোশ্যাল মিডিয়া থেকে রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আলিয়ার অনুরোধ যেমন যথেচ্ছভাবে রাহার ছবি তোলা হচ্ছে, তা যেন না তোলা হয়। তিনি রাহার সুরক্ষা নিয়ে চিন্তিত। তবে রাহার ছবি তোলা নিয়ে যে আলিয়া বা রণবীর কোনও পদক্ষেপ নেবেন এই কথা বলেননি আলিয়া বা রণবীর। তাঁরা মনে করেন, আলোকচিত্রীরা তাঁদের পরিবারের মতোই। সেই কারণে তাঁরা তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চান না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
