Srinagar News: শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম হয়েছেন কমপক্ষে ১০
ABP Ananda Live: রবিবারের ব্যস্ত বাজারে সবাই যখন জিনিস কেনাকাটায় ব্যস্ত। সেই সময় আচমকা গ্রেনেড হামলা (Grenade attack) চালাল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। আজ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে (Srinagar) কড়া নিরাপত্তার মধ্যে থাকা টুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে। এই হামলার ফলে জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবারই শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার একজন শীর্ষ স্থানীয় কমান্ডার। তার বদলা নিতেই রবিবার শ্রীনগরের ব্যস্ত বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
শ্রীনগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সূত্রে জানা গেছে, শ্রীনগরের রেডিও কাশ্মীর ক্রশিংয়ের কাছে অবস্থিত একটি ফ্লাইওভার থেকে গ্রেনেড ছোঁড়া হয় রবিবার বাজার করতে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে। এই গ্রেনেড হামলায় যাঁরা জখম হয়েছেন তাঁরা প্রত্যেকেই কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। আচমকা ব্য়স্ত বাজারের মধ্যে এইভাবে গ্রেনেড হামলার ফলে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যে।