Kolkata Police: নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠাল NHRC
Nabanna Abhijan: দুই সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে NHRC
বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। দুই সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে NHRC.
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়। সেই অভিযান ঘিরে তুলকালাম বাঁধে নদীর এপার ও ওপার দুই দিকেই। ওই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে হুগলি নদীর দুই পাড়ে। আন্দোলন রুখতে কড়া হাতে সামাল দেয় পুলিশ। লাঠি, কাঁদানে গ্যাস, জলকামানে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখমও হয়েছেন। এক পুলিশকর্মীর চোখে মারাত্মক আঘাত লেগেছে, তাঁর দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফেরা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন একাধিক বিক্ষোভকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য