(Source: Poll of Polls)
ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন 'অমিত ভাই', দেশবাসীকে দিলেন বড় বার্তা
Narendra Modi Casts Vote : প্রধানমন্ত্রীর পরনে ছিল এদিন গেরুয়া কোট। তাঁকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান বহু মানুষ ।
গান্ধীনগর: তৃতীয় দফায় ভোট দিলেন নরেন্দ্র মোদি। তিনি গুজরাতের আমদাবাদের ভোটার। সকাল সাড়ে ৭টার একটু পরই ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন । সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর পরনে ছিল এদিন গেরুয়া কোট। তাঁকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান বহু মানুষ । প্রধানমন্ত্রী মোদিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী। তাঁকে দেখামাত্রই হুল্লোড় করে ওঠেন তাঁরা। রাস্তার ধারে ধরা পড়ে উল্লাসের ছবি। ওঠে 'মোদি মোদি ' স্লোগান। ভোটকেন্দ্রে যাওয়ার পথে তিনি সইও বিলোলেন। আবদার রাখলেন অনুরাগীর।
ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi Casts Vote) বলেন, "আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে এই 'দান'-এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। ৪ রাউন্ড ভোট ( Loksabha Election 2024 ) এখনও বাকি।'' তিনি আরও বলেন, '' আমি গুজরাতের ভোটার। এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন..."
আমদাবাদে ভোট দেওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদি দেশের ভোটারদের কাছে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেওয়ার আবেদন করেন। সকলকে গণতন্ত্রের উৎসহের শুভেচ্ছা জানান।
#WATCH | Prime Minister Narendra Modi arrives at a polling booth in Ahmedabad, Gujarat to cast his vote for #LokSabhaElections2024
— ANI (@ANI) May 7, 2024
Union Home Minister Amit Shah is also present. pic.twitter.com/3aA2GUti6s
তৃতীয় দফায় ভোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি তাঁর পুরনো কেন্দ্র গুজরাতের গান্ধীনগর থেকেই লড়ছেন। এই দফায় লড়াইয়ে আছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিং ছাড়াও অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের মতো একাধিক উল্লেখযোগ্য প্রার্থী।
আজ তৃতীয় দফায় দেশের ১১টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ৯৩টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র। দেশের ৯৪টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও, গুজরাতের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন :