Top Social Post: শাহরুখের পা ছুঁয়ে অ্যাটলির প্রণাম, অস্কারের মঞ্চে বিবস্ত্র জন সিনা! আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
শাহরুখের পা ছুঁয়ে প্রণাম অ্যাটলির
সম্প্রতি অনুষ্ঠিত হল 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪' (Zee Cine Awards 2024)। একগুচ্ছ পুরস্কার ঝুলিতে ভরল শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan)। পুরস্কৃত হলেন তারকা পরিচালক অ্যাটলি (Atlee)। মঞ্চে ওঠার আগে তাঁকে দেখা গেল কিং খানের পা ছুঁয়ে প্রণাম করতে। রবিবার রাতের সেই মুহূর্ত হুড়মুড়িয়ে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। রবিবার অনুষ্ঠিত হল তারকাখচিত 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪'। সেরার শিরোপা ওঠে 'জওয়ান' পরিচালক অ্যাটলির মাথায়। মঞ্চে নাম ঘোষণা হতেই দেখা গেল আসন ছেড়ে দাঁড়ালেন অ্যাটলি। সকলেই তখন হাততালিতে স্বাগত জানাচ্ছেন তারকা পরিচালককে। তাঁর পাশেই বসেছিলেন তারকা অভিনেতা শাহরুখ খান। করজোড়ে উঠে দাঁড়িয়েই কিং খানের পা ছুঁয়ে প্রণাম করেন পরিচালক। হাসি মুখে তাঁকে থামাতে গেলেও সফল হননি কিং খান। এরপর পরিচালককে জড়িয়ে ধরে, স্নেহের চুম্বন আঁকতে দেখা গেল কিং খানকে। গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে পাপারাৎজির ক্যামেরায়। শাহরুখের পা ছুঁয়ে এরপর মঞ্চে ওঠেন অ্যাটলি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অপর তারকা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।
View this post on Instagram
অস্কারের মঞ্চে হঠাৎ নগ্ন হয়ে হাজির জন সিনা
অস্কারের মঞ্চ একদিকে যেমন সম্মানের, কিন্তু তার উল্টো পিঠে কি সবসময় থাকে বিতর্ক? ২০২২ সালে অস্কারের মঞ্চে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল চড়কাণ্ড। আর এবার, অস্কারের মঞ্চে বিতর্ক সৃষ্টি করলেন পেশাদার কুস্তিগির জন সিনা (John Cena)। এই বছর অস্কারের মঞ্চে সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন জিমি কিনেল। আর জনকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করার জন্য। যিনি কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করবেন, জনগণের যে নজর থাকবে তাঁর পোশাকের দিকেও, সেটাই তো স্বাভাবিক। তবে মঞ্চে এসে এক্কেবারে তাক লাগিয়ে দেন জন সিনা। কোথায় পোশাক? পেশাদার কুস্তিগিরের গায়ে নেই একটি সুতোও! কেবল নিম্নাঙ্গ ঢাকা রয়েছে একটি কার্ডে। যে কার্ডে বিজয়ীর নাম লেখা রয়েছে, সেই কার্ডই নিজের নিম্নাঙ্গ ঢাকার জন্য ব্যবহার করেছেন জন। মঞ্চে তাঁকে এমনভাবে আসতে দেখে হতবাক সকলেই। অনেকে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। তবে খোলসা করেন জন নিজেই। কস্টিউম ডিজাইনারের সম্মান জানাতে গিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পোশাকের গুরুত্ব। গোটা বিষয়টা ঘটে কয়েক মিনিটের মধ্যেই। গোটা মঞ্চে অবশ্য মোটেই নগ্ন হয়ে ছিলেন না জন। তিনি মঞ্চে এসে কেবল বলেন, 'পোশাক গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।' এরপরেই মৃদু হয়ে আসে মঞ্চের আলো। সঙ্গে সঙ্গে তাঁক সহকারীরা এসে একটি সুন্দর গাউন পরিয়ে দেন জনকে। সেই গাউনেই বাকিটা সঞ্চালনা করেন জন। সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পান মার্টিন স্করসেসি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।