![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ibrahim Ali Khan Birthday: বিশেষ ছবি পোস্ট করে সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার
সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ইব্রাহিম আলি খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খানও।
![Ibrahim Ali Khan Birthday: বিশেষ ছবি পোস্ট করে সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার Kareena Kapoor has the sweetest birthday wish for Ibrahim Ali Khan, shares a rare childhood picture of him with Saif, know in details Ibrahim Ali Khan Birthday: বিশেষ ছবি পোস্ট করে সেফ-পুত্র ইব্রাহিমকে জন্মদিনের শুভেচ্ছা করিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/6311c79a7123fa308c0de18d00b576b6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ জন্মদিন সেফ পুত্র ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan)। সোশ্যাল মিডিয়া জুড়ে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরছে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা তাঁকে (Ibrahim Ali Khan Birthday) জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ইব্রাহিম আলি খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খানও (Kareena Kapoor Khan)। এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ একটি ছবি পোস্ট করে প্রিয় ইগিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বেবো।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে ছোট্ট ইব্রাহিমের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বেবো। অন্যদিকে সারা আলি খান ভিডিও পোস্ট করে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Jhund: প্রথমদিন কত টাকার ব্যবসা করল অমিতাভ বচ্চনের 'ঝুন্ড'?
প্রসঙ্গত, সম্প্রতি নেট দুনিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, মুম্বইয়ের মেহবুব স্টুডিওর বাইরে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে গল্পে মশগুল করিনা কপূর খান। দুই অভিনেত্রীর গল্প করার ভিডিও দেখে আপ্লুত নেট দুনিয়া। ভিডিওতে শোনা যাচ্ছে, কাজল এবং করিনা কপূর খান একে অপরের সম্পর্কে খোঁজ নিচ্ছেন। কে কেমন রয়েছেন জানতে চাইছেন। দুজনের পরনেই কাকতালীয়ভাবে সাদা রঙের পোশাক। যাওয়ার আগে একে অপরকে জড়িয়েও ধরেন তাঁরা। ভিডিও দেখে নেট নাগরিকদের মন্তব্য 'কভি খুশি কভি গম' ছবির রিইউনিয়ন হল যেন। কাজলের সঙ্গে কথা বলাকালীনই করিনা কপূর খান জানান যে, তাঁর দিদি করিশ্মা কপূর করোনা আক্রান্ত।
দ্বিতীয়বার মা হওয়ার পর করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chadda) ছবিতে। জানা যাচ্ছে আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)