এক্সপ্লোর
'নায়িকা হিসাবে সাজগোজ নয়, চিনির চরিত্রে জরুরি ছিল অভিনয়' বলছেন মধুমিতা
শীতের শেষেই মুক্তি পাচ্ছে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার অভিনীত মৈনাকের নতুন ছবি 'চিনি'। গতকাল প্রকাশ্যে এসেছে পোস্টারও। নীলরঙা পোস্টারে পিঠে পিঠ দিয়ে বসে রয়েছেন মা-মেয়ে। পোস্টারের মত তাঁদের সম্পর্কও কী চিনির মত মিষ্টি, নাকি রয়েছে অনেক পরত? 'চিনি'-র গল্প নিয়ে এবিপি আনন্দে ছবির 'চিনি' ওরফে মধুমিতা।
!['নায়িকা হিসাবে সাজগোজ নয়, চিনির চরিত্রে জরুরি ছিল অভিনয়' বলছেন মধুমিতা Madhumita Sarkar Movie Chini Poster Release Bengali Films Poster released Actress Madhumita Sarkar opens up about new film character 'নায়িকা হিসাবে সাজগোজ নয়, চিনির চরিত্রে জরুরি ছিল অভিনয়' বলছেন মধুমিতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/04025614/Untitled-design.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কেক থেকে শুরু করে নতুন গুড়, পিঠে-পুলি, শীতকাল মানেই তো মিষ্টিমুখের উৎসব। বোধহয় সেই কারণেই নিজের নতুন ছবি মুক্তির জন্য শীতকেই বেছে নিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক। কেন? কারণ তাঁর ছবির নামেও যে রয়েছে মিষ্টি! বড়দিনেই মুক্তি পাচ্ছে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার অভিনীত মৈনাকের ছবি 'চিনি'। গতকাল প্রকাশ্যে এসেছে পোস্টার। নীলরঙা পোস্টারে পিঠে পিঠ দিয়ে বসে রয়েছে মা-মেয়ে। তাঁদের সম্পর্কও কি চিনির মত মিষ্টি, নাকি রয়েছে অনেক পরত? 'চিনি'-র গল্প এবিপি আনন্দর সঙ্গে ভাগ করে নিলেন ছবির 'চিনি' ওরফে মধুমিতা।
বর্তমান সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে 'চিনি'। মধুমিতা বলছেন, 'এখনকার প্রত্যেক মা আর সন্তান এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবে। এখানে ধরা পড়েছে মায়েদের সঙ্গে আমাদের জেনারেশন গ্যাপ আর সেই নিয়ে তৈরি হওয়া সমস্ত খুঁটিনাটি। যে জিনিসগুলোকে আমরা খুব একটি বেশি লক্ষ্য করি না, সম্পর্কের সেই ছোট ছোট বিষয়গুলোই ধরা পড়বে চিনিতে।' নামভূমিকার সঙ্গে তবে কি মিল রয়েছে মধুমিতার? প্রশ্ন শুনে হেসে ফেললেন নায়িকা। তারপর বললেন, 'চিনি পুরোটাই আমি। শুরু থেকে শেষ অবধি পুরোটাই আমি। খুব জোর দিয়ে কথাটা বলছি আবার, চিনি এক্কেবারে আমি।'
এই প্রথম নয়, সাবলীল অভিনয়ে এর আগেও দর্শকদের মন জয় করেছেন মধুমিতা। ছোটপর্দার 'পাখি' থেকে 'লাভ আজ কাল পরশু'র তিস্তা, মধুমিতার অনুরাগীর সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু এমন মনের মত চরিত্র নাকি আগে পাননি তিনি। বলছেন, 'এর আগে যখনই কোনও চরিত্রে অভিনয় করেছি, তার সঙ্গে নিজের মত করে কিছু কিছু অনুভূতি যোগ করে নিতে হয়েছে। তবেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পেরেছি। কিন্তু এখানে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিলে মধুমিতাই চিনি আর চিনিই মধুমিতা। চরিত্রটা ধরার জন্য আমায় কোনও কষ্টই করতে হয়নি।' পর্দার মায়ের প্রশংসাতেও পঞ্চমুখ মধুমিতা। বললেন, 'অপরাজিতা আঢ্য ভীষণ পরিণত একজন অভিনেত্রী। যখনই ওনার মনে হত আমি আরও একটু ভালো করতে পারি উনি নির্দ্বিধায় আমায় বলতেন। শুধু উনি কেন, মৈনাকদা, সৌরভদা গোটা টিমটাই ভীষণ ভালো ছিল।'
করোনা পরিস্থিতির পর ছবির মুক্তি। মাথায় কাজ করছে হল ভরার চিন্তাভাবনা? 'অভিনয়ের সময় অত কিছু মাথায় রাখি না। কেবল বলতে পারি কাজটা করে ভীষণ মজা পেয়েছি। এখন কেবল দর্শকদের মতামতের অপেক্ষা করছি।', স্বতঃস্ফূর্ত উত্তর মধুমিতার। পর্দার চিনির মতোই আধুনিক মেয়ে মধুমিতা। ব্যক্তিগত জীবনে চিনি কী কী শেখালো মধুমিতাকে? অভিনেত্রী বললেন, 'জীবনে ধৈর্য্য জিনিসটা খুব জরুরি। মাঝেমধ্যে আমরা না ভেবেচিন্তে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেটা আমাদের কাছের মানুষের সম্পর্কের ওপর প্রভাব ফেলে।'
২ বয়সের ২টি মেয়ের গল্প বলে এই ছবি। পরিচালক মৈনাক ভৌমিক বলছেন, 'মা-মেয়ের অম্ল-মধুর সম্পর্ক থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ভালো-খারাপ বিভিন্ন মুহূর্তের কথা বলবে চিনি। আমার এমন একটা ছবি বানানোর লক্ষ্য ছিল যার সঙ্গে সমস্ত মানুষ নিজের মিল খুঁজে পান। অপরাজিতা আর মধুমিতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। সৌরভ দাসও নিজের ভূমিকায় যথাযথ।' আর মধুমিতা বলছেন,'হিন্দি, ইংরাজিতে নারীকেন্দ্রীক অনেক ছবি হচ্ছে। মেয়েদের ভাবনাচিন্তাকে ছবিতে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। মেয়েরা অভিনয়ে কেবল রূপের জন্য আসে না। আমি এমন একটা সুযোগ পেয়ে অভিভূত যেখানে একজন নায়িকা হিসাবে সাজগোজের থেকে অনেক বেশি জরুরি ছিল অভিনয়।'
এসভিএফের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'চিনি'। সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি বলছেন, 'এই বছরটা আমাদের জীবনে প্রচুর প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে আমাদের এমন একটা ছবির প্রয়োজন ছিল যেটা সহজেই মানুষের মনকে ছুঁয়ে যায়। মৈনাক ভৌমিকের ছবি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা থাকে। আর এত খারাপ খবরের মধ্যে একরাশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে চিনি।'
দর্শকদের মনে ছড়াবে কতটা মিষ্টতা? উত্তরে অপেক্ষায় টিম 'চিনি'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)