Bankura : আজও জলের তলায় বাঁকুড়ার মানকানালি সেতু, দুর্ভোগ স্থানীয়দের
আজও জলের তলায় বাঁকুড়ার মানকানালি সেতু। জলমগ্ন ওই সেতু । গন্ধেশ্বরী নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : আজও জলের তলায় বাঁকুড়ার মানকানালি সেতু। জলমগ্ন ওই সেতু । গন্ধেশ্বরী নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। এলাকার মানুষের দাবি, এই সেতু একটু উঁচু করে তৈরি করলেই এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা মহাদেব রানা জানান, আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছি। মানকানালিতে বাজার, দোকানপাট সব কিছুই করতে যেতে হয় আমাদের। কিন্তু, আজ দুই দিন ধরে সেতু বন্ধ রয়েছে। আমরা বারবার বলে আসছি, এই সেতুটা একটু উঁচু করা হলে খুব ভাল হয়। এখন জল বেশি হওয়ার ফলে এতটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের যে ১০-১৫ কিলোমিটার ঘুরে যাওয়া আসা করতে হচ্ছে।
স্থানীয় আর এক বাসিন্দা হেমন্ত চৌধুরী বলেন, এটি এলাকার খুব গুরুত্বপূর্ণ সেতু। হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। শতাধিক গ্রাম রয়েছে । এই একটাই সেতু আমাদের যার মাধ্যমে যাতায়াত করতে হয়। কিন্তু জল বাড়ায় যাতায়াত বন্ধ রয়েছে । শুধু মানুষ নয়, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সমস্ত কিছুই যাতায়াত বন্ধ রয়েছে । যখনই জল বেশি হয় এখানে, যাতায়াত বন্ধ থাকে। কারণ, এই সেতু দিয়ে পারাপার করতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। মুকুন্দপুর, লাপুরিয়া, উখড়াডি, মানকানালি প্রভৃতি গ্রামের মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
দিনকয়েক আগে নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। টানা বৃষ্টিতে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানাকানালি সেতু চলে গিয়েছিল জলের তলায়। টানা সাত দিন ওই সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ ছিল।
নিম্নচাপ কেটে যেতেই ওই জল নেমে যাওয়ায় ফের সেতু দিয়ে শুরু হয়েছিল যাতায়াত। কিন্তু সাময়িক বিরতির পর গতকাল সকাল থেকে বাঁকুড়ায় ফের বৃষ্টি শুরু হয়। আর এর জেরে ফের গতকাল জলের তলায় চলে যায় মানকানালির ওই সেতু। এলাকার মানুষের দাবি, এই সেতু একটু উঁচু করে তৈরি করলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।