এক্সপ্লোর

২০২৪ নির্বাচন এর ফল

(Source: ECI/ABP News/ABP Majha)

Independence Day Exclusive : 'আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন একটি করে শহিদ তৈরি হয়'

Freedom Fighter Praydot Bhattacharya : বহু বিপ্লবীর আত্মবলিদানের ফসল দেশের স্বাধীনতা। অল্প বয়সেই দেশমাতার সেবায় নিজেদের নিযুক্ত করেছেন যেসব বিপ্লবী, তাঁদের মধ্যে একজন প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য।

মেদিনীপুর : একজনের চোখে চশমা, সিঁথিটা অন্যদিকে। অপরজনের মোটা গোঁফ, মালকোঁচা মারা ধুতি। ছদ্মবেশ নিয়ে পৌঁছলেন মেদিনীপুর জেলা বোর্ডের মিটিংয়ে। সেই মিটিংয়ে তখন সভাপতিত্ব করছেন অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেট ডগলাস। চারদিকে পাহারদার। এর উপর আবার বিপ্লবী কর্মকাণ্ডে আতঙ্কিত ডগলাসও সঙ্গে রেখেছিলেন রিভলভার। এত কিছু সত্ত্বেও প্রচণ্ড সাহসিকতার সাথে সভাস্থলে ঢুকে পড়লেন দুই তরুণ বিপ্লবী-একজন প্রদ্যোৎকুমার ভট্টাচার্য, অপরজন প্রভাংশুশেখর পাল। প্রহরীরা বিশেষ কিছু আঁচ করার আগেই একেবারে তড়িতের বেগে ডগলাসের পিছনে হাজির দু'জনে। গর্জে উঠল রিভলভার। দ্রাম, দ্রাম। নিমেষে খতম অত্যাচারী ইংরেজ শাসক। 

এর পর সভাস্থলে উপস্থিত কেউ কেউ তখন নিজের নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। তবে, দুই বিপ্লবীকে কম-বেশি সবাই দেখলেন। একজন অল্প বয়স্ক, কিশোর। অন্যজনের দারোয়ানের মতো গোঁফ, বেশ স্বাস্থ্য়বান যুবক। ডগলাসকে খতম করেই দৌড় শুরু দুই বিপ্লবীর। এদিকে তাঁদের ধরতে পেছন পেছন দৌড়চ্ছে প্রহরীরাও। বেশ কিছুটা যাওয়ার পর বিপ্লবীদের লক্ষ্য করে গুলি চালাল সেপাইরা। লক্ষ্যভ্রষ্ট হল গুলি। প্রচণ্ড শব্দে বিপ্লবীদের কানের পাশ দিয়ে পেরিয়ে যায়।

পাল্টা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালাতে থাকেন গোঁফওয়ালা যুবক। অর্থাৎ প্রভাংশুশেখর পাল। পুলিশের নজরের বাইরে চলে যান। কিছুটা গিয়েই টান মেরে ফেলে দেন গোঁফ। নাড়াজোল রাজবাড়ির পাশের একটি দিঘিতে ফেলে দেন জুতো। এর পর নির্জন কালভার্টের নিচে লুকিয়ে রাখেন রিভলভার ও কার্তুজ। সেখান থেকে সোজা চলে যান মামারবাড়ি।

কিন্তু, পালাতে পারলেন না প্রদ্যোৎ। রিভলভার সাথ দেয়নি তাঁকে। বিগড়ে যায়। তাড়া করতে থাকে পুলিশ। ঘুরে বেশ কয়েকবার পাল্টা ফায়ার করার চেষ্টা করেন প্রদ্যোৎ। কিন্তু, গুলি বেরোয়নি। এই পরিস্থিতিতে কাছেই একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। বহু সংখ্যক সেপাই ঘিরে ফেলে সেই বাড়িটি। সেখান থেকে বেরিয়ে ফের পালানোর চেষ্টা। কিন্তু, স্থানীয় অমর লজের কাছে রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে প্রদ্যোৎকে ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। তাঁর পকেট থেকে পাওয়া গেল দুটি কাগজের টুকরো। যার একটিতে লেখা, "হিজলী হত্যার ক্ষীণ প্রতিবাদে-ইহাদের মরণেতে ব্রিটেন জানুক। আমাদের আহুতিতে ভারত জাগুক-বন্দেমাতরম।"

অপরটি ইংরাজিতে লেখা -‘A fitting reply to premeditated and prearranged barbarous & cowardly attempt on the patriotic sons of Bengal— Bengal revolutionaries.’

প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য। ডাকনাম, কচি। ১৯১৩ সালের ২ নভেম্বর মেদিনীপুর শহরের আলিগঞ্জে জন্ম। অধুনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোকুলনগরে ছিল তাঁর পৈতৃক ভিটে। বাবা ভবতারণ ভট্টাচার্য। সম্ভ্রান্ত পরিবার। ধীর-স্থির ও বুদ্ধিমান প্রদ্যোৎ ম্যাট্রিক পাস করেছিলেন প্রথম বিভাগে। সেই বয়স থেকেই বিপ্লবী চেতনা দানা বাঁধে প্রদ্যোতের মধ্যে। ঘুণাক্ষরেও বিষয়টি টের পাননি বাবা । 

ম্যাট্রিকে ভাল ফল করার পর ভর্তি হলেন মেদিনীপুর কলেজে। মেদিনীপুরে সেই সময় সক্রিয় হয়ে উঠেছে বেঙ্গল ভলান্টিয়ার্স(BV)। বিপ্লবী কার্যকলাপ বেড়ে যাওয়ায় চাপে ছিল অত্যাচারী ইংরেজরা। স্কুলে পড়ার সময় থেকেই বিপ্লবী-সান্নিধ্যে আসা প্রদ্যোতের। সংস্পর্শে এসেছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের। নজরে পড়েন বিপ্লবী দীনেশ গুপ্তর। তাঁকে সংগঠনের সদস্য করা হয়। শুধু তাই নয়, প্রদ্যোতের বাড়ির পাশেই থাকতেন ক্ষুদিরামের দিদি অপরূপা দেবী। প্রায়ই তাঁর কাছে চলে যেতেন প্রদ্যোৎ। শুনতেন ক্ষুদিরামের গল্প। এসবের মধ্যে দিয়েই বিপ্লবী সত্ত্বা তৈরি হয়ে যায় প্রদ্যোতের। দেশ-বিদেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তাঁকে অনুপ্রাণিত করে। 

এদিকে মেদিনীপুরে তখন বিপ্লবী কার্যকলাপে তটস্থ ইংরেজরা। সালটা ১৯৩১। এপ্রিলের এক সন্ধ্যা। জেলা স্কুলের শিক্ষা প্রদর্শনীতে হাজির থাকা মেদিনীপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট জেমস প্যাডির উপর অতর্কিতে আক্রমণ চালান বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষরা। গুলি চালিয়ে খতম করা হয় প্যাডিকে। কিন্তু, পিছু হটেনি ইংরেজরা। আরও অত্যাচারী এক শ্বেতাঙ্গ অফিরাসকে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট করে পাঠানো হয়। রবার্ট ডগলাসকে। সক্রিয়তা বাড়ে ইংরেজদের। এর পর সেই হিজলি ডিটেনশন ক্যাম্পে বন্দিদের উপর অত্যাচারের প্রেক্ষাপট। ১৬ সেপ্টেম্বর বন্দিদের উপর চলে গুলি। শহিদ হন বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত, সন্তোষকুমার মিত্ররা। অনেকে আহতও হন। আগুনে ঘৃতাহুতি পড়ে। ডগলাসকে খতম করার পরিকল্পনা ছকে ফেলে বেঙ্গল ভলান্টিয়ার্স। যার দায়িত্ব চাপে প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য ও প্রভাংশুশেখর পালের উপর। সেই দায়িত্ব নিষ্টার সাথে পালন করেন এই দুই বিপ্লবী।
 
কিন্তু, ধরা পড়ে যান প্রদ্যোৎ। প্রাথমিকভাবে পালাতে সক্ষম হলেও কলকাতায় গ্রেফতার হন প্রভাংশুশেখর। পরের দিনই তাঁকে নিয়ে আসা হয় মেদিনীপুরে। কিন্তু, জেলা বোর্ডের কেউ তাঁকে শনাক্ত করতে পারেনি। বেকসুর খালাস পেয়ে যান প্রভাংশুশেখর। কিন্তু, জেল হয় প্রদ্যোতের। সেখানে তাঁর উপর শুরু হয় অমানবিক অত্যাচার। সব রকম চেষ্টা করেও মুখ খোলা যায়নি প্রদ্যোতের। নখে পিন ফোটানো, লাঠির আঘাত...সবকিছু সহ্য করেছেন মুখ বুজে। কিন্তু, 'মন্ত্রগুপ্তি' রক্ষা করে গেছেন। এমনকী মানসিক অত্যাচারেও তাঁকে টলানো যায়নি। কিন্তু, ডগলাস হত্যা মামলার বিচারে ফাঁসির আদেশ হয় তাঁর।

কালকুঠুরিতে থেকেই মা-কে চিঠি লিখেছেন প্রদ্যোৎ। লিখেছেন,  "মাগো, আমি যে আজ মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনও শোক কোরো না। ... যদি কোনও ব্যারামে আমায় মরতে হত তবে কী আপশোশই না থাকত সকলের মনে। কিন্তু আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি, তাতে আনন্দ আমার মনের কাণায় কাণায় ভরে উঠছে, মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে...।"

মাত্র ২০ বছরের ছোট্ট জীবন। হ্যাঁ, ২০ বছর। ১৯৩৩ সালের ১২ জানুয়ারি ফাঁসির দিন ঠিক হয় প্রদ্যোতের। স্থান, মেদিনীপুর সেন্ট্রাল জেল। ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে স্নান সেরে শেষবারের মতো তৈরি ভারতমাতার বীর সন্তান প্রদ্যোৎ। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সে কী মানসিক বল, দেশমাতার প্রতি ভালোবাসা। ডগলাস পরবর্তী ম্যাজিস্ট্রেট বার্জ তাঁকে তিনি তৈরি কি না প্রশ্ন করেন। যার উত্তরে প্রদ্যোৎ ভট্টাচার্য বলেছিলেন- "তৈরি থেকো বার্জ। এরপর তোমার পালা। " জেলের বিভিন্ন সেল থেকে প্রদ্যোতের নাম উঠল জয়োধ্বনি। দুই দাদা প্রভাতভূষণ ও শক্তিপদ দেখেন সেই দৃশ্য।

ফাঁসির আগের দিন তাঁর সঙ্গে দেখা করেছিলেন রাজবন্দি কৃষ্ণলাল চট্টোপাধ্যায়। তাঁকে কানে কানে জানতে চেয়েছিলেন, 'ভাই, কাউকে কিছু বলবার আছে কি ?' এর উত্তরে প্রদ্যোৎ বলেছিলেন, 'আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন একটি করে শহিদ তৈরি হয়।'

ফাঁসির অপেক্ষায় অপেক্ষমান প্রদ্যোৎকুমার ভট্টাচার্যের মা পঙ্কজিনীদেবীকে লেখা চিঠির অংশ দিয়েই শেষ করতে হয়। যেখানে বিপ্লবী লিখেছেন, "মা তোমার প্রদ্যোৎ কি কখনও মরতে পারে ? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম, মা অক্ষয় অমর হয়ে- বন্দেমাতরম...।"

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia Live: যশস্বীর অনবদ্য হাফসেঞ্চুরি, নজর কাড়ছেন রাহুলও, বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করল ভারত
যশস্বীর অনবদ্য হাফসেঞ্চুরি, নজর কাড়ছেন রাহুলও, বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করল ভারত
Border-Gavaskar Trophy: পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
Arun Chakraborty : 'হাতে লজেন্স গুজে দেবেন না আর...' না-ফেরার-দেশে 'লাল পাহাড়ির দেশের' স্রষ্টা অরুণ চক্রবর্তী
'হাতে লজেন্স গুজে দেবেন না আর...' না-ফেরার-দেশে 'লাল পাহাড়ির দেশের' স্রষ্টা অরুণ চক্রবর্তী
Cyclone Fengal Update : শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল
শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল
Advertisement
ABP Premium

ভিডিও

Arjun Singh: কমিশনকে ব্যর্থতার কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা অর্জুন সিংহBy election Live: বাবাকে ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থীMaharashtra election2024: মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি জোট, কোন দল কতটা এগিয়ে?Jay Prakash Majumdar: 'এখন নির্বাচনের লড়াইটা তৃণমূলের সঙ্গে.....' কী বললেন জয়প্রকাশ মজুমদার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia Live: যশস্বীর অনবদ্য হাফসেঞ্চুরি, নজর কাড়ছেন রাহুলও, বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করল ভারত
যশস্বীর অনবদ্য হাফসেঞ্চুরি, নজর কাড়ছেন রাহুলও, বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করল ভারত
Border-Gavaskar Trophy: পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
পারথে দুরন্ত বোলিংয়ে কিংবদন্তি কপিল দেবের কৃতিত্বে ভাগ বসালেন যশপ্রীত বুমরা
Arun Chakraborty : 'হাতে লজেন্স গুজে দেবেন না আর...' না-ফেরার-দেশে 'লাল পাহাড়ির দেশের' স্রষ্টা অরুণ চক্রবর্তী
'হাতে লজেন্স গুজে দেবেন না আর...' না-ফেরার-দেশে 'লাল পাহাড়ির দেশের' স্রষ্টা অরুণ চক্রবর্তী
Cyclone Fengal Update : শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল
শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ-দুর্ভোগ , ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল
Maharashtra Election Results 2024 : মারাঠাভূমে হাড্ডাহাড্ডি লড়াই, ঘাড়ে নিশ্বাস একে-অন্যের, ক্ষমতা ধরে রাখতে পারবে মহাযুতি?
মারাঠাভূমে হাড্ডাহাড্ডি লড়াই, ঘাড়ে নিশ্বাস একে-অন্যের, ক্ষমতা ধরে রাখতে পারবে মহাযুতি?
Sunita Williams: মহাকাশে এবার সাফাইকর্মীর ভূমিকায়, বাথরুম পরিষ্কার করলেন সুনীতা উইলিয়ামস
মহাকাশে এবার সাফাইকর্মীর ভূমিকায়, বাথরুম পরিষ্কার করলেন সুনীতা উইলিয়ামস
Border-Gavaskar Trophy: বুমরার পাঁচ উইকেট, স্টার্কের লড়াইয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
বুমরার পাঁচ উইকেট, স্টার্কের লড়াইয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস
Dilip Ghosh: সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে
সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে
Embed widget