Iceland Earthquakes: পর পর ৮০০ বার ভূমিকম্প, মাটি ঠেলে উঠে আসছে লাভার স্রোত, জরুরি অবস্থা আইসল্যান্ডে
Iceland Declares State Of Emergency: আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি বিভাগের তরফে বিবৃতি জারি করে বলে হয়েছে, তীব্র ভূমিকম্পের জেরে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নয়াদিল্লি: এক বা দুই নয়, ১৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৮০০ বার ভূমিকম্প। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করল আইসল্যান্ড। শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিমের রেকানেস প্রদেশে পর পর তীব্র কম্পন অনুভূত হয়। এই ঘটনা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস বলে মনে করা হচ্ছে। তার জন্যই জরুরি অবস্থা জারি করা হল। (Iceland Earthquakes)
আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি বিভাগের তরফে বিবৃতি জারি করে বলে হয়েছে, তীব্র ভূমিকম্পের জেরে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে, তার চেয়ে তীব্রতা আরও বাড়তে পারে, তা থেকে হতে পারে অগ্ন্যুৎপাতও। (Iceland Declares State Of Emergency)
আইসল্যান্ডের আবহাওয়া বিভাজ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিমের যে অংশে পর পর ভূমিকম্প হয়েছে, তার তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রিন্দাভিক গ্রাম। সেখানে প্রায় ৪০০০ মানুষের বসবাস। ইতিমধ্যেই তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
View of magma spewing near crater in Iceland pic.twitter.com/SfAEZS0qFI
— TRACKER DEEP (@tracker_deep) November 11, 2023
আরও পড়ুন: Aurora in Ladakh: ভারতের আকাশেও মেরুজ্যোতি! লাদাখে রাতের আকাশে আলোর নৃত্য
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫.৩০টায় প্রথম পর পর দু'টি শক্তিশালী কম্পন অনুভূত হয়। তার পর মধ্যরাত পর্যন্ত কম্পন অব্যাহত ছিল। এত তীব্রতা ছিল কম্পনের যে, ৪০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী রেকাভিকেও তার প্রভাব অনুভূত হয়। দেশের দক্ষিণের উপকূল অঞ্চলগুলিও কেঁপে ওঠে। একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে।
প্রাথমিক ভাবে যে তথ্য মিলেছে, সেই অনৃুযায়ী রিখটার স্কেলে সর্বোচ্চ ৫.২ তীব্রতায় কম্পন ধরা পড়েছে। গ্রিন্দাভিকের উত্তর এবং দক্ষিণের রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি আপাতত সব বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আইসল্যান্ডে মাটির পাঁচ কিলোমিটার নীচেই গলিত লাভা রয়েছে। এই ভূমিকম্পের ফলে সেই লাভার স্রোত ক্রমশ উপরের দিকে উঠে আসতে শুরু করেছে। তবে হাতে কিছুদিন সময় রয়েছে। তার মধ্যেই বসতি এলাকা খালি করার প্রস্তুতি শুরু হয়েছে।
🚨#BREAKING: Iceland Declares State of Emergency Due to Volcanic Eruption Threat Following 1400 Earthquakes in 24 Hours
— R A W S A L E R T S (@rawsalerts) November 11, 2023
📌#Grindavik | #Iceland
⁰Icelandic authorities have declared a state of emergency following a series of powerful earthquakes that shook the country's… pic.twitter.com/3BStzg8e62
এর আগে, অক্টোবরের শেষ দিকেই ওই এলাকায় ২৪০০০ কম্পন অনুভূত হয়। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত আইসল্যান্ডে তিন বার অগ্ন্যুৎপাত ঘটেছে। ২০২১ সালের মার্চে, ২০২২ সালের অগাস্ট এবং ২০২৩ সালের জুলাই মাসে সেখানে অগ্ন্যুৎপাত ঘটে। আইসল্যান্ডে মোট ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের মধ্যে সর্বাধিক।
মধ্য আটলান্টিক শৈলশিরার অন্তর্গত আইসল্যান্ড। উত্তর আমেরিকা এবং ইউরো-এশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত দেশটি। ফলে পান থেকে চুন খসলেই ভূমিকম্প হয় সেখানে। গত কয়েক দশকে মাটির নীচে পাতগুলির সক্রিয়তা বেড়ে যাওয়াতেই বার বার সেখানে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে বলে দাবি বিজ্ঞানীদের।