Bharat bandh updates: ভারত বন্ধের ইস্যুতে সহমত কিন্তু রাস্তায় নামছে না তৃণমূল, বেলা ১১টায় বামেদের মিছিল
কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধর সমর্থনে সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা
কলকাতা : এক বছর হয়ে গেল কেন্দ্রের নতুন কৃষি আইন পাস হয়েছে। ২০২০ সালের এই ২৭ সেপ্টেম্বর তারিখেই রাষ্ট্রপতি Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 -এ সিলমোহর দেন। তারপর থেকেই দেশ জুড়ে চলেছে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ। বছর ঘুরলেও কোনও সমাধানসূত্র আসেনি। আজ ফের এই নতুন আইন বাতিলের দাবিতে আজ ভারত বন্ধ-এর ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (Sanyukta Kisan Morcha)। সমর্থন জানিয়েছে বাম, কংগ্রেস-সহ ১৯টি রাজনৈতিক দল। এর মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। সোমবার ভোর ৬ টা থেকে বিকেল ৪টে অবধি চলবে বন্ধ
সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, দোকান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। যদিও হাসপাতাল, মেডিকেল স্টোর, ত্রাণ ও উদ্ধারকর্ম ইত্যাদি জরুরি পরিষেবাগুলিতে ছাড় দেওয়া হবে। ছাড় দেওয়া হবে কেউ যদি ব্যক্তিগত জরুরি কাজেও বের হন। মোর্চার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ উপায়ে এই বন্ধ কার্যকর করা হবে।
- হরিয়ানার কুরুক্ষেত্রের শাহাবাদে দিল্লি-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ করেছে কৃষকরা।
- তামিলনাড়ু, ছত্তীসগড়, কেরল, পঞ্জাব, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার ভারত বন্ধ-এর ইস্যুকে সমর্থন জানিয়েছে।
- দিল্লি ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের দিক থেকে গাজিপুরের দিকে আসা যানচলাচল বন্ধ রাখা হয়েছে।
- ৫00 টিরও বেশি কৃষক সংগঠন, ১৫ টি ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক দল, ছয়টি রাজ্য সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সমর্থন পেয়েছে ভারত বন্ ধ
কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধর সমর্থনে সপ্তাহের প্রথম দিনই সকাল থেকে বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। বেলা ১১টা নাগাদ মৌলালি থেকে মিছিল করবেন বাম নেতারা। বন্ধের ইস্যুতে সহমত হলেও, সমর্থন বা বিরোধিতায় তৃণমূল কংগ্রেস আজ রাস্তায় নামবে না বলেই জানা গিয়েছে।