Kedarnath Temple: চন্দ্রগ্রহণের জন্য কেদার-বদ্রী সহ একাধিক মন্দির বন্ধ! ফের কবে খুলবে?
Kedar-Badri Temple:মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বিকেল ৪টায় সূতককালের আগেই বন্ধ হয়ে যাবে মন্দির।
নয়া দিল্লি: শনিবার চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) জন্য বন্ধ থাকছে বদ্রীনাথ (Badrinath), কেদারনাথ (Kedarnath) গঙ্গোত্রী (Gangotri) ও যমুনোত্রী ধামের মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বিকেল ৪টায় সূতককালের আগেই বন্ধ হয়ে যাবে মন্দির।
কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় জানিয়েছেন, ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণ হবে। সূতকের কারণে এর নয় ঘণ্টা আগে মন্দির বন্ধ থাকবে। ২৯ অক্টোবর রবিবার সকালে শুদ্ধিকরণের পর ব্রাহ্মমুহুর্তে মন্দির খুলে যাবে এবং মহাভিষেক, রুদ্রাভিষেকসহ সব পূজা সম্পন্ন হবে।
মন্দিরের তরফে বলা হয়েছে, শনিবার সকাল ১১টায় রাজভোগের আয়োজন করা হবে এবং মন্দির পরিষ্কার করা হবে। দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। বন্ধ হওয়ার পর দুপুর ২টায় আবার মন্দির খুলে দেওয়া হবে এবং সন্ধ্যায় আরতি হবে। এরপর বিকেল চারটায় বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা।
একই সময়ে, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের দরজাও বন্ধ থাকবে, যা পরের দিন রবিবার খোলা হবে। শ্রী পঞ্চ গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান হরিশ সেমওয়াল জানিয়েছেন, শনিবার বিকেল ৪টা থেকে ৪.১৫ মিনিটের মধ্যে গঙ্গোত্রী মন্দিরের দরজা বন্ধ থাকবে। সন্ধ্যার আরতিও হবে ৪টার আগে। জানিয়েছেন, চন্দ্রগ্রহণের পর পরদিন ভোর ৪টায় সরাসরি দরজা খুলে দেওয়া হবে।
আরও পড়ুন, লক্ষ্মী পুজোর রাতেই চন্দ্রগ্রহণ, কখন সময় পুজো করলে অশুভ ছায়া পড়তে পারে?
কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই চন্দ্র গ্রহণ থাকবে। এটি ভারতে দেখা দেবে তাই এখানে সূতক কাল মান্য হবে। আগামী ২৮ এবং ২৯ অক্টোবরের মধ্যরাতে এই চন্দ্র গ্রহণ হবে। ভারত থেকে আগামী শনিবার খন্ডগ্রাস চন্দ্র গ্রহণ দেখা যাবে।
শাস্ত্র মতে, সূতক কালে কোন ধরণের পূজার্চনা করতে নেই। এমনকি এই সময়ে কোন দেবদেবীকে স্পর্শ করাও নিষিদ্ধ। গ্রহণ শেষে স্নান সেরে পুজো অর্চনা শুরু করা উচিত। ২৮-২৯ অক্টোবর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সূতক সময়টি ৯ ঘন্টা আগে অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল ০৪.০৫ মিনিট থেকে শুরু হবে। গ্রহণ শেষ হবার সাথে সাথেই সূতক কাল শেষ হবে। এরপর থেকে পুজো করা যাবে। তবে সূতক কাল শুরু হবার আগেই এবারে লক্ষ্মীপুজো করে নেওয়া উত্তম।