![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Randeep Guleria on Covid-19 : করোনায় শিশুদের উপর "গুরুতর প্রভাবের" কোনও প্রমাণ নেই, বলছেন এইমসের অধিকর্তা
করোনা ভাইরাস শিশুদের উপর গুরুতর কোনও প্রভাব ফেলবে বলে মনে হয় না। এমনটাই জানালেন দিল্লি এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া।
![Randeep Guleria on Covid-19 : করোনায় শিশুদের উপর No Evidence Of Covid-19 Having 'Serious Infection' Among Children, says AIIMS Director Randeep Guleria Randeep Guleria on Covid-19 : করোনায় শিশুদের উপর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/24/238121c8bf19a1bd9b1d44fb314bc13b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউ দিল্লি : করোনা ভাইরাস শিশুদের উপর গুরুতর কোনও প্রভাব ফেলবে বলে মনে হয় না। এমনটাই জানালেন দিল্লি এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া। পাশাপাশি তিনি বলেন, করোনা বাচ্চাদের প্রভাবিত করছে এমন কোনও প্রমাণ বা নথি নেই।
সংবাদ সংস্থা ANI-কে এইমসের অধিকর্তা বলেন, এমনকী করোনার দ্বিতীয় ঢেউয়েও যেসব শিশু সংক্রমিত হয়েছে তাদের মৃদু উপসর্গ দেখা গিয়েছে। অথবা তাদের কো-মর্বিডিটি ছিল। আমার মনে হয় না, ভবিষ্যতেও শিশুদের মধ্যে গুরুতর সংক্রমণ দেখা যাবে বলে। বিশ্বে বা ভারতে কোথাওই শিশুরা বেশি প্রভাবিত হয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি।
করোনার B.1.1.7 ভ্যারিয়েন্টকে শিশুদের উপর প্রথমদিকে প্রভাব ফেলতে দেখা যায়। মূলত সিঙ্গাপুরের মতো দেশে। কিন্তু চিকিৎসক গুলেরিয়া বলছেন, এই ভাইরাসে সিঙ্গাপুরে কত শিশু আক্রান্ত হয়েছে তার কোনও তথ্য নেই। যদিও B.1.1.7 ভ্যারিয়েন্ট করোনার মূল স্ট্রেনের থেকে ৬০ শতাংশ বেশি মারণশীল।
ভাল রোগ প্রতিরোধ ক্ষমতাই ছোট ছেলে-মেয়েদের রক্ষা করছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।
এদিকে দীর্ঘদিন পর গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষের নীচে নেমে এসেছে দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজারের কিছুটা বেশি। স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ১৩ লক্ষ ৩ হাজার ৭০২। এখনও পর্যন্ত মোট ২৩.৬১ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট ৩৬.৮ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে টিকাকরণ নিয়ে নতুন গাইড লাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)