WB Covid19 Update : কোভিড মোকাবিলায় উত্তীর্ণতেও ৪০০ শয্যার ‘সেফ হোম’ তৈরির ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের
আনন্দপুরে ৭00 শয্যার, গীতাঞ্জলি স্টেডিয়ামে ২00 বেডের সেফ হোম তৈরি করার পরিকল্পনা করছেন। রাজ্য সরকার আরও বেশকিছু সেফ হোম তৈরির পরিকল্পনা আছে, জানালেন ফিরহাদ হাকিম ।
![WB Covid19 Update : কোভিড মোকাবিলায় উত্তীর্ণতেও ৪০০ শয্যার ‘সেফ হোম’ তৈরির ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের Coronavirus Update: 2 thousand safe homes including in Uttiya Bhawan for covid patients to be made, says Firhad Hakim WB Covid19 Update : কোভিড মোকাবিলায় উত্তীর্ণতেও ৪০০ শয্যার ‘সেফ হোম’ তৈরির ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/26/5d1fb9c86720377f5c386706aee168ab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ব্লু প্রিন্ট তৈরি করে ফেললেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । আজ আলিপুর এর উত্তীর্ণ ভবনে তিনি বৈঠক করেন তাঁর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে । ওই বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক শান্তনু সেন, চিকিৎসক অভিজিৎ চৌধুরী প্রমুখ ।
সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে তৈরি করা হবে বেশকিছু সেফ হোম ও কোয়ারেন্টিন সেন্টার। আলিপুরে উত্তীর্ণ ভবনেই ৪00 শয্যার সেফহোম তৈরি হবে । এছাড়াও আনন্দপুরে ৭00 শয্যার, গীতাঞ্জলি স্টেডিয়ামে ২00 বেডের সেফ হোম তৈরি করার পরিকল্পনা করছেন। রাজ্য সরকার আরও বেশকিছু সেফ হোম তৈরির পরিকল্পনা আছে, জানালেন ফিরহাদ হাকিম । তিনি আরও বলেন, বাইরে দশটি করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে ।
ফিরহাদ জানালেন, প্রথমে রোগীকে আনা হবে সেফ হোমে। তাঁর অবস্থা খারাপ থাকলে তারপর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে । হাসপাতালে সুস্থ বোধ করলে তাঁকে যদি অবজারভেশনে রাখতে হয় তাহলে আবার তাঁকে সেফ হোমে নিয়ে আসা হবে । সাথে সাথে তিনি মাস্ক পরার ব্যাপারে সকলকে সতর্ক করলেন।
এদিন ফিরহাদ বলেন, '' মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না । আমাদের করোনার বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল । '' বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি জানালেন আজ থেকে তাঁর নিজের কেন্দ্রে প্রচারের কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশ শিরোধার্য । তাঁর কথামতো করোনার লড়াইয়ে তিনি নেমে পড়েছেন ।
আজ থেকেই পৌর মন্ত্রী হিসেবে ফিরহাদ ঘুরে দেখবেন বিভিন্ন মিউনিসিপাল এরিয়া ।
অন্যদিকে, রাজ্য সরকার করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছে বলে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একটি ট্যুইটে তিনি লেখেন, ' ভারতে করোনা সংক্রমনের বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে । আমি প্রধানমন্ত্রীকে আরও ওষুধ দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছি । '
এছাড়া আরও একটি ট্যুইটে তিনি লেখেন, ' পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব শীর্ষ আধিকারিকদের আবেদন জানিয়েছি। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)