First Image Of Black Hole: আলোয় ঘেরা অন্ধকার, মহাকাশে ওটা কী?
Milky Way: আমাদের ছায়াপথ আকাশগঙ্গা বা মিল্কিওয়ের ঠিক মাঝখানে খোঁজ মিলেছে ওই ব্ল্যাক হোলের। একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক দলের তরফে ছবি প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: এতদিন থিয়োরিতে ছিল। অঙ্কে প্রমাণ হতো। কিন্তু তথ্য থাকলেও তার কোনও ছবি ছিল না। ফলে ছবি ছাড়াই কল্পনার জগতে ভেবে নেওয়া হতো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেহারা। আর তার দরকার হবে না। কারণ বিজ্ঞানীদের হাতে এসেছে ব্ল্যাক হোলের ছবি। বৃহস্পতিবার তা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
কোথায় খোঁজ:
আমাদের ছায়াপথ আকাশগঙ্গা বা মিল্কিওয়ে (Milky Way)-এর ঠিক মাঝখানে খোঁজ মিলেছে ওই ব্ল্যাক হোলের। একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক দলের তরফে ছবি প্রকাশ করা হয়েছে। দলটির নাম দি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ কোলাবরেশন (The Event Horizon Telescope Collaboration)। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রেডিও টেলিস্কোপ নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ চলেছে। এই খোঁজের কথা প্রথম প্রকাশিত হয়েছে The Astrophysical Journal Letters-এ।
We finally have the first look at our Milky Way black hole, Sagittarius A*. It’s the dawn of a new era of black hole physics. Credit: EHT Collaboration. #OurBlackHole #SgrABlackHole
— Event Horizon 'Scope (@ehtelescope) May 12, 2022
Link: https://t.co/Ax7ECRVg8A pic.twitter.com/LRWizSYOy9
সংবাদ সংস্থা পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী ছবি একটি বিশালাকার কোনও বস্তুর যা আমাদের গ্যালাক্সির ঠিক মাঝে রয়েছে। গোটা ঘটনাটি প্রকাশ্যে আনা হয়েছে সাংবাদিক সম্মেলনে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গবেষক দলের সদস্য জিয়োফ্রে বোয়ার (Geoffrey Bower) জানিয়েছেন, এই সাফল্য আমাদের গ্যালাক্সিকে বুঝতে আরও সাহায্য করবে।
কেমন দেখতে ব্ল্যাক হোল:
সেই অর্থে ব্ল্যাক হোল আর পাঁচটা মহাজাগতিক বস্তুর মতো দৃশ্যমান নয়। ছবিতে দেখা যাচ্ছে, একটি উজ্জ্বল বলয়ের মতো অংশ। যার মাঝে ঘন কালো অন্ধকার। সেটিই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যাক হোলের অভিকর্ষজ শক্তি (Gravity) সূর্যের থেকে অন্তত চার মিলিয়ন গুণ বেশি। তার জন্যই আলোর বেঁকে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে ছবিতে।
কতদূরে অবস্থান?
পৃথিবী থেকে ২৭০০০ আলোকবর্ষ (Light Years) দূরে রয়েছে ওই ব্ল্যাক হোল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
